চট্টগ্রামে পার্ক নির্মাণে জমি বরাদ্দের আশ্বাস প্রধানমন্ত্রীর

মেয়র রেজাউল করিম গণভবনে সরকারপ্রধানের সঙ্গে দেখা করলে এই আশ্বাস মেলে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 March 2024, 03:50 PM
Updated : 20 March 2024, 03:50 PM

চট্টগ্রামে একটি পার্ক নির্মাণে জমি বরাদ্দের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার গণভবনে সরকার প্রধানের সঙ্গে সপরিবারে সাক্ষাৎ করতে গেলে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এম রেজাউল করিম চৌধুরীকে এই আশ্বাস দেন সরকার প্রধান।

করপোরেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাক্ষাতে মেয়র প্রতিটি ওয়ার্ডে খেলার মাঠ ও পার্ক গড়ার পরিকল্পনা এবং এ কার্যক্রমের অগ্রগতি তুলে ধরেন।

এতে লেখা হয়, “মেয়র একটি পার্ক নির্মাণের জন্য ভূমি বরাদ্দ চাইলে প্রধানমন্ত্রী ভূমি বরাদ্দের আশ্বাস দেন।”

সাক্ষাতে তিন বছরের ‘অর্জনের’ নিয়ে লেখা বই ‘উন্নয়ন প্রতিবেদন’ হস্তান্তর করেন মেয়র রেজাউল।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রী সেটি পড়ে ভূয়সী প্রশংসা করেন এবং বইটি জনগণের কাছে প্রচারের নির্দেশ দেন।

মেয়র বলেন, ২০৩০ সালের মধ্যে দেশে দেড় কোটি নতুন কর্মসংস্থান সৃষ্টির যে প্রতিশ্রুতি আওয়ামী লীগ দিয়েছে, বিভিন্ন প্রকল্পের কারণে এ লক্ষ্যমাত্রা অর্জনে চট্টগ্রাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

“প্রধানমন্ত্রীর উদ্যোগগুলো বাস্তবায়িত হলে চট্টগ্রাম বিশ্ববাণিজ্যের হাব হয়ে উঠবে এবং বৈদেশিক মুদ্রা অর্জন ও ব্যাপক কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”