ইয়াবাসহ গ্রেপ্তার: দুই নারীর যাবজ্জীবন কারাদণ্ড

২০২২ সালের ৫ জানুয়ারি তাদেরকে গ্রেপ্তার করা হয়।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Feb 2024, 03:43 PM
Updated : 27 Feb 2024, 03:43 PM

দুই বছর আগে ৩৭ হাজার ইয়াবাসহ গ্রেপ্তারের মামলায় দুই নারীকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত।

মঙ্গলবার চট্টগ্রামের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত সরওয়ার আলম এই রায় দেন।

দণ্ডিতরা হলেন ভারতী ধর (৩৫) ও পটরানী ধর (৪০)। এদের মধ্যে পটরানী জামিনে গিয়ে পলাতক আছেন।

ভারতী কক্সবাজার জেলার টেকনাফ থানার সাবরাং ইউনিয়নের সাবরাং আদর্শ গ্রামের বাসিন্দা। পটরানী রামু চা বাগান এলাকার বাসিন্দা৷

আদালতের রাষ্ট্রপক্ষের পিপি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, “মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) ধারায় অভিযোগ প্রমাণিত হওয়ায় ভারতী ধর ও পটরানী ধরকে যাবজ্জীবন কারাদণ্ড এবং প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে প্রত্যেককে এক বছর বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।”

মামলার নথি থেকে জানা যায়, ২০২২ সালের ৫ জানুয়ারি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড় দারোগারহাট ওজন স্কেল এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় র‍্যাব।

এসময় ঢাকামুখী তিশা প্লাটিনাম যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাশি করে দুই নারীকে গ্রেপ্তার করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাদের সঙ্গে থাকা শপিং ব্যাগের ভেতরে থেকে ৩৭ হাজার ১৫ ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় র‌্যাব-৭ এর সেসময়ের এসআই মো. মনিরুজ্জামান বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।

১৫ জনের মধ্যে থেকে ১১ জনের সাক্ষ্যগ্রহণ শেষে মঙ্গলবার রায় দেয় আদালত।