“আধিপত্য বিস্তার, চাঁদাবাজি, চুরি-ছিনতাই, নাশকতাসহ নানা ধরনের অপরাধে জড়িয়ে যাচ্ছে তরুণরা।”
Published : 29 Feb 2024, 05:30 PM
চট্টগ্রাম ও ফেনীতে বিশেষ অভিযান চালিয়ে ২৮ তরুণকে গ্রেপ্তার করে র্যাব বলছে, তারা ‘কিশোর গ্যাংয়ের’ সদস্য।
চট্টগ্রাম নগরীর বায়েজিদ, বাকলিয়া, পাহাড়তলী ও ফেনী পৌরসভা এলাকায় বুধবার রাতে এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব-৭ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, উঠতি বয়সী তরুণরা বিভিন্ন এলাকায় আধিপত্য বিস্তার, চাঁদাবাজি, চুরি-ছিনতাই, নাশকতাসহ নানা ধরনের অপরাধে জড়িয়ে যাচ্ছে।
বিভিন্ন অভিযোগের ভিত্তিতে বুধবার রাতে বিশেষ অভিযান পরিচালনা করে ওই ২৮ জনকে গ্রেপ্তার করা হয়, যাদের মধ্যে ছয়জন বিভিন্ন গ্রুপে নেতৃত্ব দেন।
অভিযানে নগরীর বায়েজিদ এলাকা থেকে ১৪ জন, বাকলিয়া থেকে পাঁচ জন ও পাহাড়তলী থেকে ছয় জনকে এবং ফেনী পৌরসভার মধ্যম রামপুর এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়।