কর্ণফুলী তীরে প্রায় দুইশ অবৈধ স্থাপনা উচ্ছেদ

জেলা প্রশাসন জানিয়েছে অবৈধ স্থাপনা উচ্ছেদ চলবে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 March 2023, 03:50 PM
Updated : 2 March 2023, 03:50 PM

চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীরে গড়ে ওঠা প্রায় দুইশ অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন।

বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত নদীর চট্টগ্রাম মহানগর অংশে বাংলা বাজার পিএস শিপিং থেকে সদরঘাট সাম্পান মাঝির ঘাট পর্যন্ত এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

জেলা প্রশাসনের আরডিসি নু-এমং মারমা, আগ্রাবাদ সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) গালিব চৌধুরী ও সদর সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) রাজীব হোসেন এ অভিযান পরিচালনা করেন।

গালিব চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অভিযানে কাঁচা, আধপাকা, পাকা স্থাপনা ও ভবন মিলিয়ে দুইশর মতো অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এতে অবৈধভাবে পরিচালনা করা একটি ঘাটও রয়েছে।

তিনি বলেন, অভিযানে উদ্ধার করা ছয় একর জমির আনুমানিক মূল্য প্রায় ১০০ কোটি টাকা।

ভবিষ্যতেও কর্ণফুলী নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম চলবে বলে জানান তিনি।