ঈদ বাজারে আসা মানুষের টাকাপয়সা-মালামাল ছিনিয়ে নিত তারা

গ্রেপ্তার পাঁচ জনকে ‘পেশাদার ছিনতাইকারী বলছে পুলিশ, তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলাও আছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 March 2023, 09:17 AM
Updated : 31 March 2023, 09:17 AM

চট্টগ্রামে নগরীতে পাঁচ যুবককে গ্রেপ্তারের পর পুলিশ জানিয়েছে, তারা ‘পেশাদার’ ছিনতাইকারী।

তারা রাতের বেলা ঈদের বাজারে আসা লোকজনকে ‘টার্গেট’ করে টাকাপয়সা, মালপত্র ছিনতাই করত বলে পুলিশের ভাষ্য।

কোতোয়ালি থানার এসআই মোমিনুল হাসান জানিয়েছেন, মো. শাওন ফরাজী (২৫), মো. সজিব (২৭), মো. শাহেদ (৩২), মো.জুয়েল (২১) ও মো.ইয়াছিনকে (৩০) নিউ মার্কেট এলাকা থেকে বৃহস্পতিবার রাতে ছুরিসহ গ্রেপ্তার করা হয়।

এসআই মোমিনুল বলেন, তাদের কাছে ‘গোপন খবর’ ছিল যে মিউনিসিপ্যাল মডেল হাই স্কুলের সামনে ফুটওভার ব্রিজের নিচে ছিনতাইকারীরা অবস্থান নিয়েছে। এরপর সেখানে পুলিশ অভিযান চালায়। 

গ্রেপ্তার পাঁচজনকে ‘পেশাদার ছিনতাইকারী’ হিসেবে বর্ণনা করে তিনি বলেন, “রোজার মাসে তাদের মূল টার্গেট ঈদের বাজারগামী লোকজন। তারা রাত থেকে ভোর পর্যন্ত নিউ মার্কেট এলাকায় অবস্থান করত। ওই সময় বাজারে আসা যাওয়া করা লোকজনের কাছ থেকে টাকাপয়সা মালামাল ছিনিয়ে নিত। “ 

গ্রেপ্তার হওয়া প্রত্যেকের বিরুদ্ধে বিভিন্ন থানায় অন্তত পাঁচটি করে মামলা আছে বলে জানান পুলিশের এই এসআই।