“স্পষ্টভাবে বলতে চাই, অস্তিত্বের প্রশ্নে আমরা কখনও এক চুল পরিমাণ ছাড় দেব না,” বলেন রাফি।
Published : 16 Dec 2024, 09:31 PM
গণআন্দোলনে পতিত আওয়ামী লীগের ‘ষড়যন্ত্রের অংশ হিসেবে’ বাংলাদেশের ‘ইতিহাস বিকৃতির চক্রান্ত’ চলছে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি।
বিজয় দিবসকে ‘ভারতের বিজয়’ আখ্যা দিয়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফেইসবুকের পোস্টের বিষয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেছেন, গত ১৬ বছর যারা ‘দিল্লির প্রেসক্রিপশন’ দিয়ে বাংলাদেশকে চালিয়েছে, জুলাই অভুত্থ্যানের পরবর্তী সময়ে সেটা আর সম্ভব নয়।
“তাই আমরা দেখতে পাচ্ছি তাদের বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের অংশ হিসেবে এখন বাংলাদেশের ইতিহাস বিকৃত করার ষড়যন্ত্রে ঠেকেছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, অস্তিত্বের প্রশ্নে আমরা কখনও এক চুল পরিমাণ ছাড় দেব না।”
বিজয় দিবস উপলক্ষে সোমবার বিকালে চট্টগ্রামের ষোলশহর রেল স্টেশন থেকে শোভাযাত্রা বের করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন রাফি।
তিনি বলেন, “এ আন্দোলনের যাত্রাটা এক দিনের নয়, পূর্ব পুরুষের আমল থেকে শুরু হয়ে চব্বিশে এসে ঠেকেছে। একটা গোষ্ঠী একাত্তরকে দিয়ে চব্বিশকে এবং চব্বিশকে দিয়ে একাত্তরকে মুছতে চাচ্ছে। যারা এটা করতে চাচ্ছে, তারা কখনও আমাদের মানুষ ছিল না, এখনও আমাদের মানুষ নয়। তারা কোনো না কোনোভাবে এ দেশকে নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত আছে।
“একাত্তর সালে আমাদের পূর্ব পুরুষেরা একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য যুদ্ধে গিয়েছিল। ঠিক একই কারণে আমরা চব্বিশে যখন দেখেছি স্বৈরাচার সরকার ১৬টা বছর ধরে এ দেশের মানুষকে শাষণ শোষণের মাধ্যমে একটা চূড়ান্ত পর্যায়ে নিয়ে গিয়েছে, তখন এ দেশের মানুষ আর চুপ থাকেনি। মুক্তি, স্বাধীনতা এবং একটু ভালো থাকার জন্য এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য সবাই রাজপথে নেমেছে এবং রক্ত দিয়েছে।”
বন্দরনগরীতে বৈষম্যবিরোধী আন্দোলনের বিজয় শোভাযাত্রা ষোলশহর রেল স্টেশন থেকে শুরু হয়ে মুরাদপুর গিয়ে শেষ হয়। শোভাযাত্রার আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অপর সমন্বয়ক রাসেল আহমেদও বক্তব্য দেন।