বাকলিয়ায় জামায়াতের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

‘নাশকতা সৃষ্টির পরিকল্পনা করছিল’- এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তারের কথা জানায় পুলিশ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Feb 2023, 03:55 PM
Updated : 11 Feb 2023, 03:55 PM

চট্টগ্রামের বাকলিয়ায় ‘মিছিলের প্রস্তুতিকালে’ জামায়াতে ইসলামীর ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার সকাল সাড়ে ৮টার দিকে নগরীর ভেড়া মার্কেট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

তারা হলেন- মোহাম্মদ সেলিম (৫৩), ফারুক হোসেন (৫১), ইশতিয়াক হায়দার (৩২), আবু ইউসুফ সিদ্দিকী (৩২), জয়নুল আবেদিন (৫৭) ও মো. সানাউল্লাহ (৫১)। তাদের মধ্যে সেলিম লোহাগাড়া উপজেলার শুকছড়ি ইউনিয়ন জামায়াতের আমিরের দায়িত্বে আছেন।

বাকলিয়া থানার ওসি আবদুর রহিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে চাক্তাই ভেড়া মার্কেট এলাকায় জামায়াত-শিবিরের ৩০-৩২ জন কর্মী মিছিলের জন্য জড়ো হয়ে নাশকতা সৃষ্টির পরিকল্পনা করছিল- এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।

“পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ছয়জনকে হাতেনাতে আটক করে। বাকিরা ‍এ সময় পালিয়ে যায়।”

তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে উল্লেখ করে ওসি রহিম বলেন, তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।