বিজয় মেলা বসানোকে কেন্দ্র করে গোলাম আকবর খন্দকার ও গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী নেতাকর্মীদের মধ্যে এই সংঘর্ষ হয়।
Published : 07 Dec 2024, 01:18 AM
চট্টগ্রামের রাউজান উপজেলায় ‘বিজয় মেলা’কে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষে মারামারির ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষে পাঁচ থেকে ছয়জন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আওয়ামী লীগ সরকারের পতনের চার মাসে বেশ কিছু সংঘাতের মধ্যে শুক্রবার বিকালে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকার ও দলটির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর সমর্থকদের মধ্যে এ মারামারির ঘটনা ঘটে।
স্থানীয় সাংবাদিকেরা জানান, বৃহস্পতিবার বিএনপির উদ্যোগে উপজেলা সদরে বিজয়মেলা হওয়ার কথা ছিল। কিন্তু দলের দুই পক্ষের বিরোধের কারণে সেটি উদ্বোধন হয়নি।
শুক্রবার বিজয়মেলা শুরুর দাবি জানিয়ে গোলাম আকবর খোন্দকারের অনুসারীরা মিছিল বের করলে গিয়াস কাদেরের অনুসারীরা হামলা করে। এতে দুইপক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে।
চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মুহাম্মদ রাসেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিজয়মেলা করা নিয়ে দুইপক্ষের মধ্যে সামান্য মারামারি হয়েছে।”
নাম প্রকাশে অনিচ্ছুক রাউজান উপজেলা বিএনপির এক নেতা বলেন, দীর্ঘদিন ধরে রাউজানে গালাম আকবর খোন্দকার ও গিয়াস কাদেরের অনুসারী নেতাকর্মীদের মধ্যে মতবিরোধ চলে আসছে। এর ধারাবাহিকতায় বিজয়মেলা নিয়ে দুইপক্ষের মধ্যে মারামারি বাধে।
অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ রাসেল বলেন, মারামারির পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
দুই পক্ষের আহত কয়েকজন ‘সামান্য’ আহত হয়েছেন এবং তারা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
গত ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই রাউজানে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে একাধিক সহিংসতার ঘটনা ঘটেছে।
গত ১৫ নভেম্বর একদল মুখোশধারীর গুলিতে ১২ থেকে ১৫ জন গুলিবিদ্ধ হয়েছেন। এই ঘটনাতেও বিএনপির দুই পক্ষের বিরোধ সামনে আসে।
এর আগে ১৩ অক্টোবর বিএনপির দুই পক্ষের সংঘর্ষে দুই জন গুলিবিদ্ধ ও এক জন ছুরিকাহত হয়।
১৮ অগাস্ট দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১২ জনের আহত হওয়ার খবর প্রকাশ হয়েছে সংবাদমাধ্যমে।