সাতকানিয়ায় গণপিটুনিতে ‘চোর’ নিহত

পুলিশ জানিয়েছে, চুরি করতে গিয়ে ধরা পড়েন ওই ব্যক্তি।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Feb 2023, 08:14 AM
Updated : 25 Feb 2023, 08:14 AM

চট্টগ্রামের সাতকানিয়ার কাঞ্চনা গ্রামে এক বাড়িতে চুরি করতে গিয়ে গৃহকর্তাকে আঘাতের পর ধরা পড়ে গণপিটুনিতে এক ব্যক্তির মৃত্যুর খবর দিয়েছে পুলিশ।

সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ইউনিয়নের মধ্যম কাঞ্চনা গ্রামের ৪ নম্বর ওয়ার্ডে প্রদীপ দত্তের বাড়িতে শনিবার ভোর রাতে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ বছর। তার পরিচয় শনিবার দুপুর পর্যন্ত নিশ্চিত করতে পারেনি পুলিশ।

চট্টগ্রাম জেলা পুলিশের সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত সুপার শিবলী নোমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মধ্যম কাঞ্চনার প্রদীপ দত্তের বাড়িতে কয়েকজন চুরি করতে আসে। এ সময় তাদের একজন প্রদীপ ও তার ছেলে শিমুলকে আঘাত করে পালানোর চেষ্টা করে।

“পালানোর সময় ঘরের লোকজন মিলে ওই যুবককে আটক করে এবং স্থানীয় লোকজনকে খবর দেয়। স্থানীয়রা উত্তেজিত হয়ে তাকে পিটুনি দেয় এবং পুলিশে খবর দেয়।”

পুলিশ ঘটনাস্থল থেকে ওই ব্যক্তিকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তবে তাকে বাঁচানো যায়নি।

শিবলী নোমান বলেন, এখনও পর্যন্ত ওই ‘চোরের’ পুরো পরিচয় নিশ্চিত করা যায়নি। এ ঘটনায় সাতকানিয়া থানায় মামলা হচ্ছে।