Published : 16 Mar 2025, 12:07 PM
চট্টগ্রামের রাউজানে একটি সমিতির অফিসে বসাকে কেন্দ্র করে দুই পক্ষের মারামারিতে আহত হয়ে যুবদলের এক সমর্থক মারা গেছেন বলে জানিয়েছে পুলিশ।
রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া জানিয়েছেন উপজেলার হলদিয়া আমিরহাট বাজারে শনিবার রাতে এ ঘটনা ঘটেছে।
নিহত ৩৬ বছর বয়সী কমর উদ্দিন উত্তর সত্তা ২ নম্বর ওয়ার্ডের মনু তালুকদার বাড়ির বাসিন্দা, তিনি বেশ কিছুদিন দেশের বাইরে ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি ভূঁইয়া বলেন, “রাতে আমির হাট বাজারে একটি সমিতির অফিসে বসাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এক পক্ষের মারধরে গুরুতর আহত হয় কমর উদ্দিন।”
এর পর মাঝারাতে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কমর উদ্দিনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানিয়েছেন ওসি ভূঁইয়া।
তিনি বলেন, “মারামারিতে জড়িতরা সবাই যুবদলের রাজনীতির সাথে সম্পৃক্ত বলে জানা গেছে। তাদের মধ্যে দীর্ঘদিনের কোনো বিরোধ ছিল না। হঠাৎ করে মারামারির ঘটনা ঘটেছে বলে স্থানীয়দের কাছ থেকে পুলিশ জেনেছে।”
এ ঘটনার পরপর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে জড়িতদের ধরার চেষ্টা চলছে; তবে এখনও কোনো পক্ষই থানায় অভিযোগ করেনি বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির (জেলা) এসআই আলাউদ্দিন তালুকদার জানিয়েছেন রাত সাড়ে ১২টার দিকে কমর উদ্দিনকে হাসপাতালে আনার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।