গ্রেপ্তার তিনজন খাবার সরবরাহকারী কোম্পানির কর্মী।
Published : 27 Jun 2024, 01:03 AM
সিলেট থেকে চট্টগ্রামে আসার পথে আন্তঃনগর ট্রেন উদয়ন এক্সপ্রেসে এক তরুণীর দলবদ্ধ ধর্ষণের শিকার হওয়ার অভিযোগের পর তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার ওই তরুণীর অভিযোগের পর চট্টগ্রাম রেলওয়ে পুলিশ উদয়ন এক্সপ্রেসে খাবার সরবরাহকারী কোম্পানি এস এ করপোরেশনের তিন কর্মীকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার তিনজন হলেন-জামাল, শরিফ ও রাশেদ। তারা খাবার গাড়িতে ওই তরুণীকে ধর্ষণ করেন বলে অভিযোগ পাওয়ার কথা বলেছেন রেলওয়ে পুলিশের চট্টগ্রাম অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ওই তরুণী মঙ্গলবার রাতে সিলেট থেকে ছাড়া উদয়ন এক্সপ্রেসে করে চট্টগ্রাম আসছিলেন। আসার পথে তিনি ট্রেনের খাবার বগিতে ধর্ষণের শিকার হন বলে অভিযোগ।
বুধবার সকালে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে নামার পর ওই তরুণী রেলওয়ে পুলিশকে অভিযোগ করলে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।
পুলিশ সুপার হাসান বলেন, এ ঘটনার সঙ্গে যুক্ত আরও এক যুবককে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।
ধর্ষণের শিকার তরুণীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।
ওই তরুণীর বাড়ি বান্দরবান জেলায় হলেও কোন স্টেশন থেকে উদয়ন এক্সপ্রেসে উঠেছিলেন তা জানা যায়নি।