চার বন্ধু মিলে খৈয়াছড়া ঝর্ণা গেলে এ ঘটনা ঘটে।
Published : 20 Aug 2024, 04:52 PM
চট্টগ্রামের মিরসরাইয়ে ঝর্ণা দেখতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কুমিল্লার দুই কলেজছাত্রের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার খৈয়াছড়া ঝর্ণায় এ ঘটনা ঘটে বলে মিরসরাই থানার ওসি মোহাম্মদ সহিদুল ইসলাম জানিয়েছেন।
নিহত ফয়সাল হক (২২) ও অঞ্জন বড়ুয়ার (২৩) বাড়ি কুমিল্লার লালমাই উপজেলায়। ফয়সাল কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ও অঞ্জন কুমিল্লা সরকারি কলেজের শিক্ষার্থী ছিলেন।
ওসি সহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কুমিল্লা থেকে চার বন্ধু মিলে মিরসরাই এসেছিলেন খৈয়াছড়া ঝর্ণা দেখতে। টানা বৃষ্টির মধ্যে গাছের ডাল ভেঙ্গে বৈদ্যুতিক খুঁটির ওপর পড়লে তার ছিঁড়ে যায়। সেসময় ঝর্ণায় যাবার পথে দুইজন বিদ্যুতায়িত হয়।”
ঘটনার পর স্থানীয় লোকজন দুইজনকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।