‘অসামান্য কৃতিত্বের’ স্মরক হিসেবে ১৪ জন শিক্ষার্থীকে সমাবর্তন অনুষ্ঠানে ‘টপ এচিভার্স’ অ্যাওয়ার্ড দেওয়া হবে।
Published : 15 Jan 2025, 03:50 PM
চিটাগাং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউ) দ্বিতীয় সমাবর্তন হবে শনিবার, যেখানে ডিগ্রি পাবেন ২১৮৯ জন শিক্ষার্থী।
রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের পক্ষে সমাবর্তনে শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ করবেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেল মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাউজুল কবির খান।
বুধবার দুপুরে নগরীর জামালখানে সিআইইউ’র ক্যাম্পাসে এক সংবাদ সম্মেলনে এবারের আয়োজনের বিভিন্ন দিক তুলে ধরেন সিআইইউর উপাচার্য অধ্যাপক মীর মোহাম্মদ নুরুল আবসার।
তিনি বলেন, এবার মোট ২১৮৯ জন শিক্ষার্থীকে ডিগ্রি দেওয়া হবে। এরমধ্যে ব্যবসা, প্রকৌশল, আইন ও লিবারেল আর্টস অনুষদের মোট ১৪৫২ জন স্নাতক পর্যায়ের এবং বাকি ৭৩৭ জন স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী।
‘অসামান্য কৃতিত্বের’ স্মরক হিসেবে ১৪ জন শিক্ষার্থীকে সমাবর্তন অনুষ্ঠানে ‘টপ এচিভার্স’ অ্যাওয়ার্ড দেওয়া হবে।
উপাচার্য বলেন, “একটি বিশ্বমানের নগরীর জন্য বিশ্বমানের শিক্ষাব্যবস্থা থাকাটা খুব জরুরি। চট্টগ্রামবাসী যাতে চট্টগ্রামে থেকেই বিশ্বমানের শিক্ষার সুযোগ লাভ করতে পারে সে লক্ষ্যেই আমরা নিরলস কাজ করে যাচ্ছি।
“সকল সুযোগ-সুবিধা সম্বলিত একটি বিশ্বমানের স্থায়ী ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে সিআইইউ কর্তৃপক্ষ নিরলস কাজ করে যাচ্ছে। হয়ত অচিরেই আমরা আপনাদের একটি সুখবর দিতে পারব।”
এক প্রশ্নের জবাবে অধ্যাপক নুরুল আবসার বলেন, ২০২৪ সালে শিক্ষার্থীদের মোট ১ কোটি ৪০ লাখ টাকা সমমূল্যের বৃত্তি দিয়েছে সিআইইউ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, শনিবার নগরীর বোট ক্লাবে এই সমাবর্তনে বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন এবং শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নুরুল আখতার।
সমবার্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন শিল্পগ্রুপ ইয়ংওয়ান কর্পোরেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী (সিইও) কিহাক সুং।
এছাড়া সিআইইউ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান লুৎফে এম আইয়ুব এবং সিআইইউ প্রতিষ্ঠাতা ট্রাস্ট ‘এডুকেশন, সায়েন্স, টেকনোলজি অ্যান্ড কালচারাল ডেভেলপমেন্ট ট্রাস্ট (ইসটিসিডিটি)’ এর চেয়ারম্যান মোহাম্মদ জাকারিয়া খান সমাবর্তন অনুষ্ঠানে বক্তব্য দেবেন।
সিআইইউ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান লুৎফে এম আইয়ুব, ট্রাস্টি দিলরুবা আহমেদ, ট্রাস্টি আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী এবং ট্রাস্টি সাফিয়া গাজী রহমান বুধবারের সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।