হাদিসুরের মরদেহ জাহাজেরই ফ্রিজারে

যুদ্ধের মধ্যে ইউক্রেইনে আটকে পড়া বাংলাদেশি জাহাজ বাংলার সমৃদ্ধিতে রকেট হামলায় নিহত প্রকৌশলী হাদিসুর রহমানের মরদেহ ওই জাহাজেরই ফ্রিজারে রাখা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 March 2022, 12:00 PM
Updated : 3 March 2022, 12:00 PM

বৃহস্পতিবার গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) নির্বাহী পরিচালক (প্রযুক্তি) প্রকৌশলী মোহাম্মদ ইউসুফ।

বুধবার ইউক্রেইনের স্থানীয় সময় বিকেল সোয়া ৫টার দিকে বাংলার সমৃদ্ধি জাহাজে রকেট হামলা হয়। ওই সময় জাহাজটির ব্রিজেই ছিলেন থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান।

প্রকৌশলী মোহাম্মদ ইউসুফ সাংবাদিকদের বলেন, “মরদেহ জাহাজের ফ্রিজারে রেখেছি। যেভাবে থাকার কথা হুবহু সেভাবে নয়। একটু ডিফর্ম হয়েছে। পোড়ার কারণে একটু…। বডি আছে। পুরোপুরি ইনটেক বলা যাবে না। আমরা যতটুকু শুনেছি।”

বিএসসি’র নির্বাহী পরিচালক (প্রশাসন) পীযূষ দত্ত বলেন, “রকেট বা মিসাইল হামলায় আমাদের জাহাজের ব্রিজ রুমে আগুন ধরে যায় এবং আমাদের একজন সহকর্মী মারা যান। এটা অত্যন্ত কষ্টের।”

বুধবারের হামলার পর বৃহস্পতিবারও জাহাজেই আছেন বাকি ২৮ নাবিক। তাদের নিরাপদে ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলে জানিয়েছে বিএসসি। তবে কখন তা সম্ভব হবে সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানাতে পারেনি।

বাংলার সমৃদ্ধি’র চিফ ইঞ্জিনিয়ার ওমর ফারুক তুহিন বৃহস্পতিবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, উদ্বেগ আর অনিশ্চয়তার মদ্যে সময় কাটছে তাদের।

“যে কোনো সময় এখানে আবারও মিসাইল পড়তে পারে। আমাদের লাইফ থ্রেটের মধ্যে আছে।”

তিনি বলেন, “আমরা এখনও শিপে অবস্থান করছি। আমাদের শিপ থেকে নামানোর কোনো ব্যবস্থা করা হয় নাই। কাইন্ডলি এটা প্রচার করেন।”

আরও পড়ুন