স্ত্রীকে খুনের পর পলাতক ব্যক্তি গ্রেপ্তার

চট্টগ্রামে স্ত্রীকে খুন করে ঢাকায় পালিয়ে থাকা এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Oct 2021, 01:33 PM
Updated : 4 Oct 2021, 01:33 PM

হত্যাকাণ্ডের দেড় মাস পর ঢাকার জুরাইন থেকে মো. জাহাঙ্গীর (৪৫) নামে এ ব্যক্তিকে রোববার রাতে গ্রেপ্তার করা হয়।

জাহাঙ্গীরের বাড়ি ভোলার লালমোহন হলেও চট্টগ্রামের উত্তর মোহরা এলাকায় থাকতেন। তিনি মোহরা বালুরটাল এলাকায় একটি খাবার হোটেলে কাজ করতেন। তার স্ত্রীও একই হোটেলের কর্মী।

চান্দগাঁও থানার ওসি মঈনুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পারিবারিক কলহের জেরে গত ১২ অগাস্ট দুপুরে জাহাঙ্গীর তার দ্বিতীয় স্ত্রী রোকসানা বেগমকে (৪০) শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যান।

গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাহাঙ্গীর স্ত্রীকে খুন করার কথা স্বীকার করেছেন বলে জানান ওসি মঈনুর।

হত্যাকাণ্ডের কারণের বিষয়ে জাহাঙ্গীর পুলিশকে বলেন, গত ১২ অগাস্ট সকালে তার প্রথম পক্ষের ছেলে ওই হোটেলে গিয়েছিলেন। এ নিয়ে রোকসানার সঙ্গে তার ঝগড়া শুরু হলে হোটেল মালিক দুজনকেই বাসায় পাঠিয়ে দেন। বাসায় ফিরে পুনরায় ঝগড়ার এক পর্যায়ে তিনি রোকসানাকে গলায় কাপড় বেঁধে শ্বাসরোধে খুন করেন।