কোভিড: চট্টগ্রামে একদিনে আরও ১৭ মৃত্যু

চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রেকর্ড মৃত্যুর পরদিন মৃত্যু হয়েছে আরও ১৭ জনের, আরও ৯১৫ জনের মধ্যে ধরা পড়েছে সংক্রমণ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 July 2021, 07:40 AM
Updated : 28 July 2021, 07:40 AM

সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি জানান, বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘ্টায় চট্টগ্রাম মহানগর ও ১৪টি উপজেলা মিলিয়ে মোট ২৭৯২টি নমুনা পরীক্ষা করে ৯১৫ জনের কোভিড পজিটিভ পাওয়া যায়। তাতে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দাঁড়িয়েছে ৩২ দশমিক ৭৭ শতাংশে।

নতুন রোগীদের মধ্যে ৬৪১ জন মহানগরীর এবং বাকি ২৭৪ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা বলে জানান সিভিল সার্জন।

গত ২৪ ঘণ্টায় কোভিডে মারা যাওয়া ১৭ জনের মধ্যে সাতজন মহানগরের এবং বাকি ১১জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

মঙ্গলবার চট্টগ্রাম জেলায় একদিনে রেকর্ড ১৮ জনের মৃত্যুর খবর এসেছিল। সেই সঙ্গে এক হাজার ৩১০ জন কোভিড রোগী শনাক্ত হয়েছিল, যা জেলায় এক দিনের সর্বোচ্চ।

গত বছরের এপ্রিলে নমুনা পরীক্ষা শুরুর পর থেকে এ পর্যন্ত চট্টগ্রামে ৭৮ হাজার ৪৩৬ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে; তাদের মধ্যে মারা গেছেন ৯৩২জন।