চট্টগ্রামে দুই বাসের সংঘর্ষে তিনজনের মৃত্যু

চট্টগ্রাম নগরীতে দুই বাসের সংঘর্ষে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও অন্তত ২০ জন।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 June 2021, 11:42 AM
Updated : 18 June 2021, 05:23 PM

শুক্রবার দুপুরে কর্ণফুলী থানার কলেজ বাজার এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

কর্ণফুলী থানার ওসি দুলাল মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চট্টগ্রাম থেকে পটিয়াগামী বিআরটিসির একটি বাসের সঙ্গে বিপরীতমুখী একটি মিনিবাসের সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।

তিনি বলেন, “বিআরটিসির বাসটি দ্রুত গতিতে ছিল। মইজ্জ্যারটেক ও কলেজবাজারের মধ্যবর্তী স্থানে একটি অটোরিকশা ইউটার্ন নেওয়ার সময় সেটিকে বাঁচাতে বিআরটিসির বাসটি রাস্তায় উল্টোপাশে চলে যায়। এসময় পটিয়া থেকে শহরের দিকে আসা মিনিবাসটির সঙ্গে সংঘর্ষ হয়।”

ঘটনাস্থল থেকে দুই বাসের অন্তত ২২ জন যাত্রীকে আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সেখানে নুরুল আবছার (৪৮) এবং আনুমানিক ১৮ বছর বয়সী এক তরুণকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাতনামা ৪০ বছর বয়সী আরেক পুরুষের মৃত্যু হয় বলে মেডিকেল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া জানান।

তিনি বলেন, আহত অন্যদের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে কয়েকজন অবস্থা আশঙ্কাজনক।