চট্টগ্রামে হাজতি নিখোঁজ, তদন্তে জেলা প্রশাসনও

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে হাজতি নিখোঁজের ঘটনায় এবার তদন্ত কমিটি করেছে জেলা প্রশাসন।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 March 2021, 03:02 PM
Updated : 7 March 2021, 03:03 PM

রোববার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে তিন সদস্যের এ কমিটি করে দেওয়া হয়েছে বলে জানান চট্টগ্রামের জেলা প্রশাসক মোমিনুর রহমান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

একটি খুনের মামলায় চট্টগ্রাম কারাগার থেকে ফরহাদ হোসেন রুবেল নামে এক হাজতি শনিবার সকালে ‘নিখোঁজ’ জানিয়ে কোতয়ালি থানায় একটি সাধারণ ডায়রি করে কারা কর্তৃপক্ষ। পরে রাতে একটি মামলাও হয়।

মামলার এজাহারে বলা হয়, রুবেল কারাগারের কর্ণফুলী ভবনের পঞ্চম তলায় ১৫ নম্বর ওয়ার্ডে ছিলেন। ভোর সোয়া ৫টা থেকে সাড়ে ৬টার মধ্যে তিনি ওয়ার্ড থেকে ‘বের হয়ে যান’।

সদরঘাট থানার একটি হত্যা মামলায় গত ৯ ফেব্রুয়ারি থেকে কারাগারে ছিলেন রুবেল।

চট্টগ্রামে গত ৬ ফেব্রুয়ারি গভীর রাতে এক ব্যক্তিকে বুকে ছুরি চালিয়ে হত্যার মামলায় ডবলমুরিং থানার মিস্ত্রি পাড়া থেকে রুবেলকে গ্রেপ্তার করে সদরঘাট থানা পুলিশ।

হাজতি নিখোঁজের ঘটনায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার ও ডেপুটি জেলারকে প্রত্যাহার করার পাশাপাশি ঘটনা কতিয়ে দেখতে কারা কর্তৃপক্ষ তিন সদস্যের একটি তদন্ত কমিটি করেছে।