চবিতে চাঁদা চেয়ে ঠিকাদারকে মারধর

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংলগ্ন লাল পাহাড় এলাকায় একটি নির্মাণাধীন ভবনের ঠিকাদারকে চাঁদার দাবিতে মারধরের অভিযোগ উঠেছে ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Nov 2020, 03:12 PM
Updated : 16 Nov 2020, 03:12 PM

সাদেক হোসেন টিপু নামে ছাত্রলীগের ওই নেতা শাটল ট্রেনের বগিভিত্তিক সংগঠন ভার্সিটি এক্সপ্রেসের ভিএক্স) নেতা হিসেবে ক্যাম্পাসে পরিচিত।

অভিযোগকারী ঠিকাদার মো. হেলাল বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির পূর্ব দিকে লাল পাহাড় এলাকায় শিক্ষকদের জন্য আটতলা একটি ভবনের নির্মাণ কাজ করছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দেড় বছর আগে কাজ শুরু করি। এরপর থেকে বিভিন্ন সময় সাদেক হোসেন টিপু আমার কাছে চাঁদা দাবি করে।

“চাঁদা না দেওয়ায় সকালে সে শাহজালাল হলের সামনে ডেকে নিয়ে মারধর করে এবং পেট্রোল দিয়ে পুড়িয়ে মেরে ফেলার হুমকি দেয়।”

এ বিষয়ে প্রক্টরের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানান এই ঠিকাদার।

ছাত্রলীগ নেতা টিপু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই রকম কিছু হয়নি। একটু ভূল বোঝাবুঝি হয়েছিল।”

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড.আতিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঘটনা শোনার পর আমরা ঘটনাস্থলে গিয়েছি। ভুক্তভোগী একটি লিখিত অভিযোগ দিয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”