করোনাভাইরাস শনাক্তের পর জানা গেল তিনি আসবাব কিনতে শহরে

রাঙ্গুনিয়ায় করোনাভাইরাস আক্রান্ত একজনের বাড়ি ‘অবরুদ্ধ’ করতে গিয়ে ‍পুলিশ জানতে পারল তিনি আসবাব কেনার জন্য চট্টগ্রাম শহরে গেছেন।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 June 2020, 04:58 PM
Updated : 6 June 2020, 04:58 PM

পুলিশ শহর থেকে বাড়ি না ফিরে তাকে সেখানেই আত্মীয়ের বাসায় কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দিয়েছে।

ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার মুরাদনগর ইউনিয়নের ৭ নম্বর পশ্চিম পাড়া ওয়ার্ডে।

রাঙ্গুনিয়া থানার এসআই ইসমাইল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পেশায় ‘ফার্নিচার’ ব্যবসায়ী ওই এলাকার ৩৫ বছর বয়সী এক ব্যক্তি বেশ কয়েক দিন ধরে জ্বর ও কাশিতে ভুগছিলেন। গত ২ জুন তিনি করোনাভাইরাসের পরীক্ষারর জন্য নমুনা দেন।

“শুক্রবার রাতে নমুনা পরীক্ষার ফলে তার করোনাভাইরাস পজিটিভ পাওয়া গেছে। শনিবার দিনের বেলায় তার গ্রামের বড়ি লকডাউন করতে গেলে জানতে পারি, তিনি দোকানের জন্য ফার্নিচার সামগ্রী কিনতে চট্টগ্রাম শহরে গেছেন।”

তার ছোট সন্তান এবং পরিবারের অন্যান্য সদস্যের স্বাস্থ্যগত দিক বিবেচনা করে তাকে চট্টগ্রাম শহরে আত্মীয়ের বাড়িতেই কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।