শাহ আমানত বিমানবন্দরে গাড়িতে সাড়ে ৭ কেজি সোনা

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বেসরকারি বিমান পরিবহন সংস্থার গাড়ি থেকে সাড়ে সাত কেজি সোনা উদ্ধার করেছে শুল্ক বিভাগ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 July 2019, 06:17 AM
Updated : 25 July 2019, 06:27 AM

বৃহস্পতিবার সকালে বিমানবন্দর কাস্টমস ও শুল্ক গোয়েন্দার যৌথ অভিযানে রিজেন্ট এয়ারওয়েজের গাড়িতে সোনার বারগুলো পাওয়া যায় বলে বিমান বন্দর কাস্টমসের উপকমিশনার শহীনুর কবীর পাভেল জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “৬৪টি সোনার বার গাড়িতে কালো টেপমোড়ানো অবস্থায় ছিল। সাত কেজি ৪৮৮ গ্রাম ওজনের সোনার আনুমানিক বাজারমূল্য দুই কোটি ৮৮ লাখ টাকা।”

ফাইল ছবি

শাহ আমানত বিমান বন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার সরোয়ার ই জামান, গাড়িগুলোতে করে টার্মিনাল থেকে উড়োজাহাজ পর্যন্ত যাত্রী পরিবহন করা হয়।

তিনি বলেন, সকাল ৬টা থেকে বেলা ১১টা পর্যন্ত চট্টগ্রামে পাঁচটি ফ্লাইট নেমেছে।এর মধ্যে সকাল ৭টা ৩২ মিনিটে দোহা থেকে রিজেন্ট এয়ারওয়েজের একটি ফ্লাইট আসে।