চট্টগ্রামে নিখোঁজ স্কুলছাত্র কুমিল্লায় উদ্ধার

চট্টগ্রামে নিখোঁজ এক স্কুলছাত্রকে কুমিল্লায় পাওয়া গেছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 June 2019, 02:26 PM
Updated : 26 June 2019, 02:26 PM

বুধবার সকালে কুমিল্লার মনোহরগঞ্জ থেকে তাকে উদ্ধার করা হয় বলে জানিয়েছেন তার বাবা শাহাব উদ্দিন।

গত ১৬ জুন নিখোঁজ হয় পাঁচলাইশ থানার নাসিরাবাদ হাউজিং সোসাইটি এলাকার সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র সাকিব সাহাব (১৫)।

এ ঘটনায় সাকিবের পরিবারের পক্ষ থেকে পাঁচলাইশ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছিল।

এরপর থেকে পুলিশের বিভিন্ন সংস্থা সাকিবকে উদ্ধারের জন্য কাজ শুরু করে।

নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) মীর্জা সায়েম মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সাকিব কুমিল্লার কোতোয়ালি থানার মনোহরগঞ্জে অবস্থান করছিল।

“আমাদের পাশাপাশি তার পরিবারের সদস্যরা জানতে পেরে আগে থেকে কুমিল্লায় অবস্থান করছিল। সাকিবের বাবা শাহাব উদ্দিন মনোহরগঞ্জে এলাকায় তার অবস্থান নিশ্চিত করে। বিষয়টি নিয়ে আমরা স্থানীয় থানা পুলিশের সহায়তা চাই। তারা সাকিবকে তার বাবার হাতে তুলে দেয়।”

সাকিবকে কুমিল্লায় একটি খাওয়ার হোটেলে পাওয়া গেছে বলে জানালেও এর বেশি কিছু বলতে রাজি হননি এই পুলিশ কর্মকর্তা।

তিন ভাই, দুই বোনের মধ্যে দ্বিতীয় সাকিব।

সাকিব নিখোঁজের পরদিন সাকিবের মামা ফজলুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছিলেন, সকাল সাড়ে ৭টার দিকে নগরীর মেহেদীবাগের বাসা থেকে বোনের সঙ্গে স্কুলের উদ্দেশ্যে বের হয় সাকিব। স্কুলে  পৌঁছার পর থেকে তার কোনো খোঁজ মিলছিল না।

সাকিবের বাবা শাহাব উদ্দিন দীর্ঘদিন পরিবার নিয়ে সৌদি আরবে ছিলেন। সাকিবসহ তার সব ভাইবোনের জন্ম সৌদি আরবেই, সেখানেই তারা পড়ালেখা করত। গত বছরের ডিসেম্বরে তারা চট্টগ্রাম চলে আসে।