চট্টগ্রামে স্কুলছাত্র ‘নিখোঁজ’

চট্টগ্রামে স্কুলে যেতে বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হয়েছে এক কিশোর।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 June 2019, 07:56 AM
Updated : 17 June 2019, 07:56 AM

পাঁচলাইশ থানাধীন নাসিরাবাদ হাউজিং সোসাইটি এলাকার সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে রোববার সাকিব সাহাব (১৫) নামের ওই কিশোর নিখোঁজ হয়।

এ ঘটনায় সাকিবের পরিবার একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে জানিয়ে পাঁচলাইশ থানার ওসি আবুল কাশেম ভুইয়া বলেন, “বিষয়টি তদন্ত করা হচ্ছে।”

তিন ভাই, দুই বোনের মধ্যে দ্বিতীয় সাকিব ওই স্কুলের নবম শ্রেণিতে আর তার বড়বোন দশম শ্রেণিতে পড়ে।

সাকিবের মামা ফজলুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকাল সাড়ে ৭টার দিকে নগরীর মেহেদীবাগের বাসা থেকে বোনের সঙ্গে স্কুলের উদ্দেশ্যে বের হয় সাকিব। স্কুল এলাকায় পৌঁছার পর থেকে তার কোনো খোঁজ মিলছে না।

“স্কুলে গিয়ে নিখোঁজ হওয়ার বিষয়টি রহস্যজনক। এ ঘটনায় আমার বড়ভাই আতাউর রহমান পাঁচলাইশ থানায় একটি জিডি করেছেন। আমরা আমাদের ভাগ্নেকে উদ্ধারে কার্যকর পদক্ষেপ চাই।”

সাকিবের পারিবারিক সূত্রে জানা গেছে, তার বাবা দীর্ঘদিন শাহাব উদ্দিন পরিবার নিয়ে সৌদি আরবে ছিলেন।

সাকিবসহ তার সব ভাইবোনের জন্ম সৌদি আরবেই, সেখানেই তারা পড়ালেখা করত। গত বছরের ডিসেম্বরে তারা চট্টগ্রাম চলে আসে।

গত জানুয়ারি মাসেই সাকিব ও তার বোনকে সাউথ পয়েন্ট স্কুলে ভর্তি করানো হয়।