ইয়াবাসহ গ্রেপ্তার পুলিশ সদস্যকে রিমান্ডে চান তদন্ত কর্মকর্তা

চট্টগ্রামে ইয়াবাসহ গ্রেপ্তার টিএসআই সিদ্দিকুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিতে চায় কাউন্টার টেরোরিজম ইউনিট।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 June 2019, 02:42 PM
Updated : 16 June 2019, 02:42 PM

রোববার চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে সিদ্দিকুরকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও কাউন্টার টেরোরিজম ইউনিটের এসআই রাছিব খান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “টিএসআই সিদ্দিকুরকে জিজ্ঞাসাবাদের জন্য আমরা পাঁচ দিনের রিমান্ড আবেদন করেছি। আদালত আবেদনটি গ্রহণ করে সোমবার শুনানির দিন রেখেছেন।”

শুক্রবার নগরীর ডবলমুরিং থানার সিজিএস কলোনি এলাকা থেকে র‌্যাব ও কাউন্টার টেরোরিজম ইউনিটের যৌথ অভিযানে ১০ হাজার পিস ইয়াবা ও ৮০ হাজার টাকাসহ গ্রেপ্তার করা হয় টিএসআই (টাউন সাব ইন্সপেক্টর) সিদ্দিকুরকে।

গ্রেপ্তারের পর সিদ্দিকুর তার ইয়াবা কারবারের সাথে রেলওয়ে পুলিশের টিএসআই বাবুল খন্দকার নামে

আরেক সহকর্মীর নাম প্রকাশ করেন। এছাড়াও তাদের সঙ্গে আরও একজনের জড়িত থাকার কথা বললেও তার নাম জানাতে পারেনি। 

এঘটনায় কাউন্টার টেরোরিজম ইউনিটের এসআই সঞ্জয় গুহ বাদি হয়ে টিএসআই সিদ্দিকুর রহমান, রেলওয়ে পুলিশের টিএসআই বাবলু খন্দকার ও অজ্ঞাতনামা অপর একজনের বিরুদ্ধে ডবলমুরিং থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন।

তদন্ত কর্মকর্তা রাছিব বলেন, “সিদ্দিকুর রেলওয়ে পুলিশের টিএসআই বাবলু খন্দকারের নাম বললেও অপরজনকে তিনি চেনেন না বলে দাবি করছে। আমরা বাবলুকে ধরার চেষ্টা করছি। তাকে ধরতে পারলে আরও অনেক কিছু পরিস্কার হবে।”

এদিকে আরও তথ্যর জন্য সিদ্দিকুরকেও জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে জানান তিনি।