স্কুলছাত্রীর সঙ্গে ছবি তুলে টাকা দাবি: দুই যুবক গ্রেপ্তার

চট্টগ্রামে এক স্কুলছাত্রীর সঙ্গে ছবি তুলে তাকে ‘ব্ল্যাকমেইল’ করার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 April 2019, 02:27 PM
Updated : 17 April 2019, 02:27 PM

ওই স্কুলছাত্রী থানায় অভিযোগ জানানোর পর বুধবার বিকালে সিআরবি এলাকা থেকে ওই দুজনকে গ্রেপ্তার করা হয় বলে জানান কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসিন।

গ্রেপ্তার দুই যুবক হলেন মো. মঈনউদ্দিন ওরফে সায়মন (২০) ও মেহেদী হাসান ওরফে রিপন (২০)।

পুলিশ কর্মকর্তা মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিকালে এক স্কুলছাত্রী তার ভাইকে নিয়ে থানায় এসে অভিযোগ করে এক ছেলে তাকে ব্ল্যাকমেইল করে টাকা দাবি করছে।

“ওই সংবাদটি পেয়ে আমরা ছেলেটির সাথে কৌশলে যোগাযোগ করি এবং সিআরবি এলাকা থেকে সায়মন ও তার সহযোগী রিপনকে গ্রেপ্তার করি।”

ওই স্কুলছাত্রী পুলিশকে জানায়, গত ৩ এপ্রিল ফেইসবুকের মাধ্যমে তার সঙ্গে সায়মনের যোগাযোগ হয়। সায়মনের অনুরোধে গত ১২ এপ্রিল তার সঙ্গে সিআরবিতে দেখা করতে যান তিনি। তখন সায়মন দুজনের অন্তরঙ্গ কিছু ছবি তুলে রাখে।

মেয়েটি পুলিশকে আরও জানায়, ওই দিন ‘টাকা নেই’ বলে সায়মন তার কাছ থেকে দেড় হাজার টাকা নিয়েছিলেন। এখন আরও টাকা দাবি করছে, তা না দিলে ছবিগুলো প্রকাশের হুমকি দিচ্ছে।

ওসি মহসিন বলেন, “সায়মন আরও কয়েক জনের সাথে এ ধরনের ঘটনা ঘটিয়েছে বলে স্বীকার করেছে। সে নিজেকে কলেজ শিক্ষার্থী দাবি করলেও অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করে আর পড়েনি।”