টয়লেটের ফ্ল্যাশ নষ্ট, দুবাইগামী ফ্লাইট বাতিল

উড়োজাহাজের টয়লেটের ফ্ল্যাশ নষ্ট হওয়ায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাইগামী একটি ফ্লাইট বাতিল করা হয়েছে। 

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 March 2019, 07:11 PM
Updated : 22 March 2019, 07:11 PM

শুক্রবার দিনভর অপেক্ষার পর সন্ধ্যায় ফ্লাই দুবাইয়ের ওই উড়োজাহাজের যাত্রা বাতিলের ঘোষণা দেওয়া হয়।

সকাল ১১টা ১০মিনিটে উড়োজাহাজটির চট্টগ্রাম ছেড়ে যাওয়ার কথা ছিল। এর আগে সকাল ১০টা ২০ মিনিটে সেটি দুবাই থেকে শাহ আমানত বিমানবন্দরে এসে পৌঁছায়। 

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার সারওয়ার ই জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উড়োজাহাজের টয়লেটের ফ্ল্যাশ নষ্ট হওয়ায় ফ্লাই দুবাইয়ের ফ্লাইটটি বাতিল করা হয়। 

“বিমানটিতে ১৮৬ জন যাত্রী ছিলেন। তাদের জন্য হোটেলের ব্যবস্থা করা হয়েছে। কয়েকজন নিজ ব্যবস্থাপনায় গেছেন।”

ফ্ল্যাশের ত্রুটি সারানোর পর শনিবার উড়োজাহাজটি রওনা হতে পারে বলে জানান তিনি।

এদিকে যাত্রা বাতিল হওয়ায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। সারা দিন অপেক্ষার পর সন্ধ্যায় যাত্রা বাতিলের ঘোষণা দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তাদের কয়েকজন।