নারীদের উদ্যোক্তা হিসেবে এগিয়ে আসার আহ্বান বিডা চেয়ারম্যানের

জ্ঞানের সাথে প্রযুক্তির সমন্বয়ে উদ্ভাবনে মনোযোগী হতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান কাজী মো. আমিনুল ইসলাম।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Jan 2019, 01:03 PM
Updated : 17 Jan 2019, 01:03 PM

একই সঙ্গে নারীদের উদ্যোক্তা হিসেবে এগিয়ে আসার ওপরও জোর দিয়েছেন তিনি।  

বৃহস্পতিবার চট্টগ্রামের বেসরকারি চিটাগাং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউ) জামালখান ক্যাম্পাসে ‘বিশ্ববিদ্যালয়ে সামাজিক উদ্যোক্তা ও সম্ভাবনা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিআইইউর ইন্সটিটিউট অব গর্ভনেন্স, ডেভেলপমেন্ট অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ (আইজিডিআইএস) এই সেমিনারের আয়োজন করে।

বিডা চেয়ারম্যান কাজী মো. আমিনুল ইসলাম বলেন, “তরুণ উদ্যোক্তা হিসেবে নারীদের এগিয়ে আসতে হবে। সরকার নানা ধরনের সুযোগ বৃদ্ধির মাধ্যমে মেয়েদের স্বাবলম্বী হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে।

“শিক্ষার্থীদের জ্ঞানের সাথে প্রযুক্তির সমন্বয় ঘটিয়ে নতুন ধারণার উদ্ভাবনে মনোযোগী হতে হবে। ভয়কে দূরে রেখে ঠিক সময়ে ঠিক পদক্ষেপ নেওয়ার কৌশলটা রপ্ত থাকা চাই। আগামী দিনের চ্যালেঞ্জ নিতে ভালোবাসে এমনটাই হতে হবে শিক্ষার্থীদের।”

সেমিনারে প্রধান বক্তা সিআইইউর বোর্ড অব ট্রাস্টিজ সদস্য সৈয়দ মাহমুদুল হক বলেন, আজকের তরুণরাই আগামী দিনের অনুপ্রেরণা। সীমিত সম্পদ দিয়ে কীভাবে উন্নয়নের অগ্রযাত্রা ধরে রাখতে হয় সেদিকে মনোযোগী হতে হবে।

সভাপতির বক্তব্যে সিআইইউর উপাচার্য মাহফুজুল হক চৌধুরী বলেন, “তরুণ উদ্যোক্তারা প্রতিটি ক্ষেত্রে সম্ভাবনাময়। আমরা একটি গুণগত শিক্ষা ব্যবস্থার মাধ্যমে মেধাবীদের গড়ে তুলছি। যারা আগামী দিনে শিল্প, কৃষি ও অবকাঠামো উন্নয়নে ভূমিকা রাখবে।”

আইজিডিআইএস’র পরিচালক মনজুর কাদেরের সঞ্চালনায় সেমিনারে বক্তব্য রাখেন এডিবির সাবেক সিনিয়র উপদেষ্টা মাহফুজউদ্দিন আহমেদ, বিএসআরএম’র চেয়ারম্যান আলী হোসাইন আকবর আলী, একে খান গ্রুপের উপদেষ্টা আবদুল মাজিদ, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, চট্টগ্রামের পরিচালক মোহাম্মদ ইয়াসিন প্রমুখ।