সিআইইউ ঘুরে দেখলেন উইলিয়াম কেরির শিক্ষার্থীরা

চিটাগং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ) ক্যাম্পাস ঘুরে দেখলেন উইলিয়াম কেরি অ্যাকাডেমির শিক্ষার্থীরা।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Dec 2018, 05:44 PM
Updated : 2 Dec 2018, 05:44 PM
রোববার নগরীর জামাল খানে সিআইইউ ক্যাম্পাসে এসে তারা বিভিন্ন বিভাগ এবং শিক্ষা কার্যক্রম পরিদর্শন করেন।

সিআইইউ উপাচার্য অধ্যাপক মাহফুজুল হক চৌধুরী এসময় তাদের স্বাগত জানান।

উইলিয়াম কেরির শিক্ষার্থীদের উদ্দেশে উপাচার্য বলেন, “আমাদের দেশীয় সংস্কৃতি, মুক্তিযুদ্ধের ইতিহাস, কৃষ্টি ও ঐতিহ্যের গল্পগুলো নানা তথ্যে সমৃদ্ধ। ইংরেজি মাধ্যমের কোমলমতি ছাত্র-ছাত্রীরা পাঠ্যবই ও সিলেবাসের বাইরে এসব বিষয়ে জ্ঞান লাভ করে একদিন সেগুলো নতুনভাবে বিশ্বের তুলে ধরবে বলে আমি প্রত্যাশা করি।”

উইলিয়াম কেরি অ্যাকাডেমির পরিচালক পল বিটি বলেন, শিক্ষার গুণগত মানোন্নয়নের জন্য চাই দক্ষ শিক্ষক, ভালো মানের শিক্ষা প্রতিষ্ঠান ও সহায়ক পরিবেশ।

“সিআইইউ অভিভাবকদের আস্থা অর্জন করেছে। ক্যাম্পাস পরিদর্শন করে আমাদের শিক্ষার্থীরা খুশি।”

উইলিয়াম কেরি একাডেমির শিক্ষার্থীরাও এসময় তাদের অনুভূতি প্রকাশ করেন।

অন্যদের মধ্যে বক্তব্য দেন উইলিয়াম কেরির অ্যাকাডেমির গাইডেন্স কাউন্সিলর লুসি ওসুলাহ, সিআইইউ আমেরিকান কর্নারের সহকারী পরিচালক রুমা দাশ।

সিআইইউ বিজনেস স্কুলের নুরুল আবসার নাহিদের সঞ্চালনায় এ অনুষ্ঠানে অধ্যাপক মো. রেজাউল হক খান, অধ্যাপক কাজী মোস্তাইন বিল্লাহ, অধ্যাপক  আইয়ুব ইসলাম, অধ্যাপক মো. জাকির হোসেন, রোবাকা শামশের, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আনজুমান বানু লিমা উপস্থিত ছিলেন।