পুলিশ লাঞ্ছনার ঘটনায় মামলা

চট্টগ্রাম নগরীর নিউ মার্কেট এলাকায় পুলিশ সদস্যদের শারীরিকভাবে লাঞ্ছিত ও দুর্ব্যবহার করার অভিযোগে কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 August 2018, 02:14 PM
Updated : 13 August 2018, 02:14 PM

সোমবার নগরীর কোতয়ালী থানায় সার্জেন্ট মাজহারুল আলম এ মামলা করেন।

মামলায় ছয়জনের নাম উল্লেখ করা হয়েছে। এরা হলেন- মিরাজ ওরফে মেহরাজ, আদর, এনাম, শিবু, ফয়সাল এবং রাসেল উদ্দিন।

এছাড়া অজ্ঞাত আরও ২০-৩০ জনকে আসামি করা হয়েছে বলে জানান সারেজন্ট মাজহারুল।

তিনি বলেন, “পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা করা হয়েছে।”

কোতয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রোববার দুপুরে নগরীর নিউ মার্কেট মোড় সংলগ্ন এলাকায় মোটর সাইকেল আরোহী কয়েকজন যুবক ট্রাফিক পুলিশ সদস্যকে লাঞ্ছিত করেন।”

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানায়, ওইদিন দুপুরে আইস ফ্যাক্টরি রোড থেকে উল্টো পথ ধরে মোটর সাইকেল চালিয়ে আসায় কয়েকজন যুবককে থামিয়েছিলেন ট্রাফিক পুলিশ।

এতে ক্ষিপ্ত হয়ে ওই পুলিশ সদস্যকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন মোটর সাইকেল আরোহীরা।

এই ঘটনার পরে আরও কয়েকজন যুবক এসে নিউ মার্কেট মোড়ের পুলিশ বক্সে থাকা পুলিশ সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার করেন।

কোতয়ালী থানা থেকে অতিরিক্ত পুলিশ এলে ওই যুবকরা সেখান থেকে চলে যান।

নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ সদস্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এই মামলার আসামিদের মধ্যে কয়েকজন নিউ মার্কেট এলাকা সংলগ্ন দুটি কলেজের শিক্ষার্থী।