ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ওজন নিয়ন্ত্রণ বন্ধের দাবি

সারাদেশের আন্তঃজেলা মহাসড়কে ওজন নিয়ন্ত্রণ স্কেল স্থাপন না করা পর্যন্ত চট্টগ্রাম-ঢাকা মহাসড়কে ওজন নিয়ন্ত্রণ বন্ধ রাখার দাবি জানিয়েছেন চিটাগাং চেম্বার সভাপতি মাহবুবুল আলম।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 July 2018, 03:39 PM
Updated : 18 July 2018, 03:39 PM

বুধবার চিটাগাং চেম্বারের আয়োজনে চট্টগ্রাম-ঢাকা মহাসড়কে পণ্য পরিবহনে ওজন নিয়ন্ত্রণ বিষয়ে মত বিনিময় সভায় তিনি এ দাবি জানান।

মাহবুবুল আলম বলেন, চট্টগ্রাম-ঢাকা মহাসড়কে ১৩ টন ওজনের বাধ্যবাধকতার কারণে এ অঞ্চলের ব্যবসায়ীরা অসম প্রতিযোগিতার সম্মুখীন হচ্ছেন।

“তাই চট্টগ্রামের ব্যবসায়ীদেরকে অসম প্রতিযোগিতার সম্মুখীন না করতে সারা দেশের আন্তঃজেলা মহাসড়কে ওজন নিয়ন্ত্রণ স্কেল স্থাপন না করা পর্যন্ত চট্টগ্রাম-ঢাকা মহাসড়কে ওজন নিয়ন্ত্রণ বন্ধ রাখার দাবি জানাই।”

তিনি বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাড়া না পেলে বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীকে অনুরোধ করবেন তারা।

চেম্বার সহ-সভাপতি সৈয়দ জামাল আহমেদ বলেন, চট্টগ্রামের ব্যবসায়ীদের এখন ‘চট্টগ্রাম বাঁচাও দেশ বাঁচাও’ স্লোগানকে সামনে রেখে কর্মসূচি পালন করতে হবে।

সভায় উপস্থিত ছিলেন সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন’র সভাপতি এ কে এম. আক্তার হোসেন, খাতুনগঞ্জ ট্রেড এন্ড ইন্ডাষ্ট্রিজ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ছৈয়দ ছগীর আহমেদ, প্রাইম মুভার ওনার্স এসোসিয়েশন’র সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, খাদ্য পরিবহন ঠিকাদার সমিতির সভাপতি সৈয়দ মাহমুদুল হক, সল্ট মিল মালিক সমিতির সভাপতি এম এন কবির, চিটাগাং চাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ওমর আজম, বিজিএপিএমইএ’র পরিচালক কে.এইচ. লতিফুর রহমান (আজিম), চাকতাই শিল্প ও বণিক সমিতির সভাপতি হারুনুর রশিদ, ডাল মিল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক এস এম মহিউদ্দিন প্রমুখ।