লালদীঘিতে জনসভার অনুমতি পায়নি বিএনপি

খালেদা জিয়ার মুক্তি দাবিতে চট্টগ্রাম নগরীর লালদীঘি মাঠে জনসভা করার অনুমতি পায়নি বিএনপি।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 March 2018, 05:09 PM
Updated : 14 March 2018, 05:16 PM

তবে বৃহস্পতিবার বিকালে নগরীতে দলীয় কার্যালয় নাসিমন ভবনে জনসভা করতে পারবে বিএনপি।

ঢাকাসহ বিভাগীয় শহরগুলোতে বিএনপি জনসভার এই কর্মসূচি দিয়েছিল। ঢাকায় তারা অনুমতি না পেলেও সম্প্রতি খুলনায় তা করেছে।

চট্টগ্রামে বিএনপির জনসভার বিষয়ে জানতে চাইলে মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (প্রশাসন) মাসুদ উল হাসান বুধবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “লালদীঘিতে বিএনপিকে জনসভা করার অনুমতি দেওয়া হয়নি। আইনশৃঙ্খলাসহ সার্বিক পরিস্থিতি বিবেচনায় সেখানে অনুমতি দেওয়া সম্ভব হয়নি।”

নাসিমন ভবনের সামনে বিএনপি সমাবেশ করতে পারবে বলে জানান তিনি।

এ বিষয়ে জানতে চাইলে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম রাত ১০টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “লালদীঘি মাঠে অনুমতি না দেওয়ার বিষয়ে পুলিশ প্রশাসন থেকে এখনও আমাদের কিছু জানানো হয়নি। আমরা সমাবেশ করবই। আমাদের সব প্রস্তুতি আছে।”

বিকল্প কোনো স্থানে সমাবেশ করবেন কি না- জানতে চাইলে শামীম বলেন, “আগে দেখি, তারা কী বলে।”

গত শুক্রবার দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে লালদীঘিতে জনসভা করার ঘোষণা দিয়েছিলেন চট্টগ্রামের বিএনপি নেতারা।

লালদীঘি মাঠের মালিক সরকারি মুসলিম হাই স্কুলের কাছ থেকে অনুমতি পাওয়ার পর মহানগর পুলিশ কমিশনারের কাছে অনুমতি চেয়ে আবেদন করা হয় বিএনপির পক্ষ থেকে। 

এরপর রোববার দুপুরে নগর পুলিশের কমিশনার ইকবাল বাহারের সঙ্গে বৈঠক করে চট্টগ্রাম বিএনপির একটি প্রতিনিধি দল।

বুধবার ‍দুপুরে নগর বিএনপির কার্যালয় নাসিমন ভবন প্রাঙ্গণে উপস্থিত বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর কাছে জনসভার বিষয়ে জানতে চান সাংবাদিকরা।

তখন আমীর খসরু বলেছিলেন, “অনুমতি অবশ্যই পাব। না পাওয়ার কোনো কারণ নেই।

“সমাবেশ করা আমাদের সাংবিধানিক অধিকার। এটা কেউ হরণ করতে পারে না। দেশে এমন কোনো আইন নেই যে বিরোধী দল সভা করতে পারবে না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব জনগণের গণতান্ত্রিক অধিকার সংরক্ষণ করা।”