চট্টগ্রামে ছিনতাইয়ের শিকার ব্রিটিশ নাগরিক

চট্টগ্রামের জাকির হোসেন রোডে এক বিদেশি নাগরিক ছিনতাইয়ের শিকার হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Feb 2018, 02:33 PM
Updated : 21 Feb 2018, 02:33 PM

বুধবার সকালে এমইএস কলেজের কাছে ছিনতাইয়ের এ ঘটনা ঘটে বলে নগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) আব্দুর ওয়ারিশ জানান।

ছিনতাইয়ের শিকার জুলিয়া ডেভিস ইংল্যান্ডের নাগরিক। চট্টগ্রামের এশিয়ান উইমেন্স ইউনিভার্সিটির রাইটিং সেন্টারের পরিচালকের দায়িত্ব পালন করছেন তিনি।

আব্দুর ওয়ারিশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জুলিয়া সকালে তার বাবার সঙ্গে রিকশায় করে খুলশী এলাকায় তাদের বাসায় যাচ্ছিলেন।

“এ সময় একটি অটোরিকশা থেকে তার ব্যাগ ছিনিয়ে নেওয়া হয়।”

এ ঘটনায় খুলশী থানায় একটি মামলা হয়েছে জানিয়ে উপ-কমিশনার বলেন, “সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ছিনতাইকারীদের ধরতে গোয়েন্দা পুলিশ ও থানা পুলিশ অভিযান শুরু করেছে।”

ছিনতাই হওয়া ব্যাগে একটি ক্যামেরা ছিল বলে জুলিয়া ডেভিস পুলিশকে জানিয়েছেন।

এর আগে এশিয়ান উইমেন্স ইউনিভার্সিটির আরেক বিদেশি শিক্ষক ডানা ম্যাকক্লেইন গত বছরের ২১ জুন পায়ে হেঁটে বাসায় ফেরার পথে ছিনতাইয়ের শিকার হন। ছিনতাইকারীরা তার ব্যাগ নিয়ে যায়, যেখানে ল্যাপটপ ও মোবাইল ফোন ছিল।

পরে গোয়েন্দা পুলিশ একজনকে গ্রেপ্তার করে ছিনিয়ে নেওয়া মালামাল উদ্ধার করে।