চট্টগ্রামে পুলিশকে ‘গুলিবর্ষণকারী তরুণ’ গ্রেপ্তার

তল্লাশি চৌকিতে এএসআইকে গুলিবর্ষণের ঘটনায় আরও তিনজন গ্রেপ্তার হয়েছেন, এদের একজন সেদিন গুলি ছুড়েছিলেন বলে পুলিশ জানিয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Feb 2018, 05:32 AM
Updated : 18 Feb 2018, 11:26 AM

আগের তিনজনকে গ্রেপ্তারের পর অভিযান চালিয়ে রোববার ভোররাতে এই তিনজনকে গ্রেপ্তার করা হয় বলে চট্টগ্রাম নগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) আব্দুল ওয়ারিশ জানিয়েছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. খোকন, আয়মান জিহাদ ও মাহি। খোকন ও আয়মনকে আনোয়ারা উপজেলা থেকে ও মাহিকে নগরীর রহমান নগর থেকে গ্রেপ্তার করা হয় বলে জানান ওয়ারিশ।

এক পুলিশ কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সেদিন তল্লাশি চালানোর আগে খোকনই এএসআই আব্দুল মালেককে লক্ষ করে গুলি চালিয়েছিল।”

গত শুক্রবার বিকালে নগরীর দুই নম্বর গেইট এলাকার তল্লাশি চৌকিতে একটি মোটর সাইকেলকে থামার নির্দেশ দেয় পুলিশ সদস্যরা।

তখন মোটর সাইকেল থেকে গুলি চালালে আহত হন এএসআই মালেক। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনাস্থলে খেকে মো. হাকিম অভি (১৯)  নামে এক তরুণকে গ্রেপ্তার করে পুলিশ। পরে গ্রেপ্তার করা হয় আরও দুজনকে, তারা এসএসসি পরীক্ষার্থী।

পুলিশ জানিয়েছে, ওই সময় এই তরুণের দল তিনটি মোটর সাইকেলে ছিলেন। মোট ১০ জনকে আসামি করে মামলা করা হয়। তার ছয়জন গ্রেপ্তার হলেন।

গ্রেপ্তার আয়মান জিহাদ

এই জায়গায় গুলি করা হয় পুলিশ কর্মকর্তাকে

এই ঘটনার তদন্তে থাকা পুলিশ কর্মকর্তারা জানান, তিনটি মোটর সাইকেলে করে ওই তরুণরা মুরাদপুরের দিকে যাচ্ছিলেন।

এক কর্মকর্তা বলেন, “একটি মোটর সাইকেলের আরোহীদের তল্লাশির সময় অন্য একটি থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়।”

তখন দুটি মোটর সাইকেল ও অভিকে পুলিশ আটকে ফেললেও বাকিরা পালিয়ে গিয়েছিলেন।

পরে রাতে মুরাদপুর এলাকা থেকে অন্য মোটর সাইকেলটি উদ্ধার করা হয়। 

ঘটনাস্থল থেকে দুই রাউন্ড গুলির খোসা ও একটি তাজা গুলিও উদ্ধার করে পুলিশ।

পিস্তলটি এখনও উদ্ধার করতে পারেনি পুলিশ। তা উদ্ধারে অভিযান চলছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।