বন্দরে নতুন কন্টেইনার ইয়ার্ড উদ্বোধন

চট্টগ্রাম বন্দরে ‘সাউথ কন্টেইনার ইয়ার্ড’ নামে নতুন একটি কন্টেইনার ইয়ার্ডের উদ্বোধন হয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Nov 2017, 03:32 PM
Updated : 19 Nov 2017, 03:32 PM

রোববার নগরীর পতেঙ্গা এলাকায় নতুন এ কন্টেইনার ইয়ার্ড উদ্বোধন করেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান।

নতুন ইয়ার্ডে প্রায় সাড়ে তিন হাজার কন্টেইনার রাখা সম্ভব হবে বলে বন্দর কর্মকর্তারা জানান। এ ইয়ার্ডে আপাতত নিলামযোগ্য কন্টেইনার রাখা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে নৌমন্ত্রী শাজাহান খান বলেন, বন্দরের সক্ষমতা না বাড়লে এত বিপুল সংখ্যক কন্টেইনার পরিবহন হত না।

“তবে বন্দরে যেভাবে সক্ষমতা বৃদ্ধি হওয়ার কথা ছিল আমরা সেভাবে পারিনি। শতভাগ হয়ত পারিনি। তবে প্রচেষ্টা অব্যাহত আছে।”

এ জন্য পতেঙ্গা, লালদিয়া ও বে টার্মিনাল প্রকল্প বাস্তবায়নের কাজ চলার কথা জানান মন্ত্রী।

উদ্বোধন অনুষ্ঠানে বন্দর-পতেঙ্গা এলাকার সংসদ সদস্য এম এ লতিফ, শ্রম মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. ইসরাফিল আলম, বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম খালেদ ইকবাল ও কাস্টমস কমিশনার এ কে এম নুরুজ্জামান বক্তব্য রাখেন।

বন্দর কর্মকর্তারা জানান, ৪৩ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে প্রায় ২১ মাসে নতুন এই চত্বর নির্মাণ করা হয়েছে। এই জায়গা সম্প্রসারণ করে আরও প্রায় ২৬ হাজার বর্গমিটার এলাকা বাড়ানোর প্রক্রিয়া চলছে।