অক্টোবর বিপ্লবের সুফল বিশ্ববাসী এখনও পাচ্ছে: অনুপম সেন

অক্টোবর বিপ্লবের সুফল এখনও বিশ্ববাসী পাচ্ছে বলে মন্তব্য করেছেন একুশে পদকপ্রাপ্ত সমাজবিজ্ঞানী অধ্যাপক অনুপম সেন।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Oct 2017, 03:29 PM
Updated : 20 Oct 2017, 03:29 PM

শুক্রবার চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে ‘মহান রুশ সমাজতান্ত্রিক বিপ্লব: শতবর্ষের প্রেক্ষাপটে’ শীর্ষক এক সেমিনারে আলোচক হিসেবে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন তিনি।

অক্টোবর সমাজতান্ত্রিক বিপ্লব শতবর্ষ উদ্যাপন পরিষদ, চট্টগ্রাম এ সেমিনার আয়োজন করে।

এতে অনুপম সেন বলেন, “অক্টোবর বিপ্লবের ফলে সমাজতান্ত্রিক অর্থনীতির প্রর্বতন হয়েছিল, যার বাস্তব রূপ দেখেছিল বিশ্ব।

“কমিউনিস্ট রাষ্ট্রব্যবস্থার অভ্যন্তরীণ সংকটের কারণে রুশ বিপ্লবের অবসান হলেও আদর্শ মানবিক সমাজ প্রতিষ্ঠার সংগ্রামে মার্কস-এঙ্গেলেস এর দর্শন এবং সমাজতন্ত্রের প্রাসঙ্গিকতা আজও রয়েছে।”

তিনি বলেন, “এই আদর্শ ধারণ করেই বাংলাদেশে বুদ্ধিভিত্তিক একটি সমাজ গঠন হয়েছিল। বায়ান্নর ভাষা আন্দোলন এবং একাত্তরের মুক্তিযুদ্ধের সময়ও স্পষ্টত সমাজতান্ত্রিক আদর্শ উপস্থিত ছিল।

“সমাজতান্ত্রিক বিপ্লবের পর সোভিয়েত ইউনিয়ন তাদের জাতীয় বাজেটের ২০ শতাংশ পৃথিবীর উন্নয়নের জন্য খরচ করত। এর মাধ্যমে সাম্রাজ্যবাদের শোষণ নীতির বিপরীতে উন্নয়নশীল বিশ্বকে সহযোগিতার ধারা চালু হয়েছিল। নানা ভাবে অক্টোবর বিপ্লবের সুফল এখনও বিশ্ববাসী পাচ্ছে।”

সেমিনারের আরেক আলোচক অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, দুনিয়াব্যাপী শ্রেণিহীন মানুষের অধিকার প্রতিষ্ঠায় এবং মানবিক সমাজ বিনির্মাণে অক্টোবর বিপ্লব এখনো প্রাসঙ্গিক।

“একটি মানবিক পৃথিবীর স্বপ্ন এখনো যারা দেখেন, তারা রুশ বিপ্লবের শতবর্ষ থেকে শিক্ষা নেন।”

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাংবাদিক আবুল মোমেন। আলোচক হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক হাসানুজ্জামান চৌধুরী।

সেমিনারে সূচনা বক্তব্য রাখেন শতবর্ষ উদ্‌যাপন পরিষদের সদস্য সচিব কানাই দাশ।