ইস্টডেল্টায় সেমিনারে শিক্ষার্থীদের প্রশিক্ষণে জোর

চট্টগ্রামের ইস্টডেল্টা ইউনিভার্সিটিতে (ইডিইউ) ‘সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট’ নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Oct 2017, 04:02 PM
Updated : 8 Oct 2017, 04:02 PM

রোববার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত সেমিনারে বক্তারা বলেন, বিশ্বায়নের যুগে সব প্রতিষ্ঠান দ্রুত প্রসার চায়। এজন্য দক্ষ ‘সাপ্লাই চেইন’ ব্যবস্থাপকের বিকল্প নেই।

অনুষ্ঠানে গ্লাস্কো স্মিথক্লাইন (জিএসকে)-এর  হেড অব সাপ্লাই চেইন এস এম আশরাফুর রহমান বলেন, একটি পণ্যের প্রাথমিক উৎস থেকে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে মানুষের কাছে তা পৌঁছে দেওয়াই সবার কাছে ‘সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট’।

“কিন্তু সময় পাল্টেছে। পাল্টেছে তার কাজের ধরনও। প্রতিযোগিতার বাজারে নিজেকে দক্ষ করে গড়ে তুলতে অ্যাকাডেমিক পড়াশোনার পাশাপাশি পেশাদার প্রশিক্ষণে জোর দিতে হবে।”

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গ্লাস্কো স্মিথক্লাইনএর ম্যানেজার (লজিস্টিকস অ্যান্ড সাপ্লাই চেইন) আসিফ আহমেদ, কেএসআরএম’র সিনিয়র ম্যানেজার সাজ্জাদুল মাওলা প্রমুখ।

তাসমিম চৌধুরী বহ্নির সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে আরও বক্তব্য রাখেন ইডিইউ’র স্কুল অব বিজনেসের সহযোগী অধ্যাপক মোহাম্মদ রকিবুল কবীর, প্রভাষক রবিউল দোভাষ।