শাহ আমানতে ১৪টি সোনার বারসহ যাত্রী আটক

চট্টগ্রাম শাহ আমানত আর্ন্তজাতিক বিমানবন্দরে ১৪টি সোনার বারসহ এক যাত্রীকে আটক হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 August 2017, 12:51 PM
Updated : 13 August 2017, 12:51 PM

আটক আবুল মনসুর (৪২) চট্টগ্রামের ফটিকছড়ির বাসিন্দা।   

রোববার সকালে তিনি সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে থেকে ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইটে চট্টগ্রামে আসেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী পরিচালক প্রণয় চাকমা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, আবুল মনসুর বিমানবন্দরের গ্রিন চ্যানেল পার হওয়ার তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে অস্বীকার করে।

“পরে তাকে হাসপাতালে নিয়ে এক্সরে করানোর ভয় দেখানো হলে তার শরীরের সোনার বার থাকার কথা স্বীকার করে। পরে রেকটামের (মলনালী) মধ্যে বিশেষ কায়দায় রাখা ১৪টি সোনার বার বের করা হয়।”

উদ্ধার হওয়া সোনার বারের ওজন এক দশমিক ৬২৪ কেজি, যার আনুমানিক দাম ৮০ লাখ টাকা বলে অধিদপ্তরের ফেইসবুক পেইজে বলা হয়েছে।

মনসুরের বিরুদ্ধে শুল্ক আইনে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও তিনি জানান।