সমন্বয় ছাড়া রাস্তা খোঁড়াখুঁড়ি করা চলবে না বলে জানান মেয়র।
Published : 10 Nov 2024, 07:44 PM
এলাকাবাসীর কাছ থেকে দায়িত্বে অবহেলার অভিযোগ পেলে পরিচ্ছন্নতা কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সিটি মেয়র শাহাদাত হোসেন।
রোববার নগরীর কালামিয়া বাজার এলাকায় মশক নিধনে ক্রাশ প্রোগ্রাম ও পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধনের সময় তিনি বলেন, “পরিচ্ছন্ন বিভাগের কর্মরতদের আমি স্পষ্ট বলে দিতে চাই, অভিযোগ আছে পরিচ্ছন্ন বিভাগের অনেকে কাজ না করে মাছের ব্যবসাসহ বিভিন্ন পার্টটাইম ব্যবসা করছে। আমি দেখছি কারা কারা ফাঁকি দিচ্ছে।
“এখানকার এলাকাবাসী কোনো কমপ্লেন আপনাদের বিরুদ্ধে যদি দেয় যে, আপনারা মশার স্প্রে দিচ্ছেন না, ক্লিনিং করছেন না, আপনারা অনিয়মিত আছেন তাহলে আপনাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিব। আর যদি আপনারা ডিসিপ্লিনের সাথে ঈমানদারিত্বের সাথে, সততার সাথে কাজ করেন আপনাদেরকে আমি পুরস্কৃত করব।
পরে মেয়র ১৭ নম্বর পশ্চিম বাকলিয়া ও ১৮ নম্বর পূর্ব বাকলিয়া ওয়ার্ডের বিভিন্ন সড়কে হেঁটে পরিচ্ছন্নতা কার্যক্রম ও সড়ক সংস্কারসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন মেয়র।
তিনি এ দুটি ওয়ার্ডের পরিচ্ছন্ন কর্মীদের হাজিরা নেন এবং স্থানীয়দের কাছে কাজের পারফরম্যান্স জানতে চান।
খালের কাজা বাধা দিলে কঠিন ব্যবস্থা
রোববার নগরীর পূর্ব ষোলশহর এলাকায় বারইপাড়া খাল খনন প্রকল্প পরিদর্শনের সময় মেয়র শাহাদাত বলেন, “বারইপাড়া খাল খনন প্রকল্প এলাকা অত্যন্ত নয়নাভিরাম হওয়ায় এখানে কর্ণফুলী নদী পর্যন্ত একটা পর্যটন স্পট করব। শহরের মধ্যে এ ধরনের পর্যটন স্পট হলে নাগরিকরা সুস্থ বিনোদনের একটি জায়গা পাবেন।”
শাহাদাত বলেন, “আমি অভিযোগ পেয়েছি, পূর্ব বাকলিয়াতে কিছু মানুষ এ প্রকল্পের কাজ সম্পন্ন করতে নানা রকম বাধা দিচ্ছেন। আমি তাদেরকে বলতে চাই যে, যদি কোনো ধরনের সন্ত্রাসী কার্যকলাপ এই প্রকল্পের বিরুদ্ধে অন্তরায় হয়ে দাঁড়ায় তাহলে তাদের বিরুদ্ধে কিন্তু কঠিন ব্যবস্থা নেওয়া হবে।”
চট্টগ্রাম সিটি করপোরেশনকে (সিসিসি) না জানিয়ে রাস্তা খোঁড়াখুঁড়ি করে নগরবাসীকে ভোগান্তিতে না ফেলতে সেবা সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন মেয়র৷
“চট্টগ্রাম সিটি করপোরেশন রাস্তা করার পর পরই দেখা যায় অন্য সংস্থা রাস্তা খুঁড়ে ফেলে জনভোগান্তি সৃষ্টি করছে। সমন্বয় ছাড়া রাস্তা খোঁড়াখুঁড়ি করা চলবে না।”
এদিন অস্থায়ী নগর ভবনে অনুষ্ঠিত স্বাস্থ্য বিভাগের সাথে মত বিনিময়সভায় অংশ নেন মেয়র।
স ভায় তিনি এক সপ্তাহের মধ্যে মেমন মাতৃসদনে প্রয়োজনীয় যন্ত্রপাতি কেনার উদ্যোগ নেবেন বলে জানান।
সভায় উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, সচিব মো. আশরাফুল আমিন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা মো. ইমাম হোসেন রানা, এস এম সরোয়ার আলম প্রমুখ।