চলতি বছর চট্টগ্রাম জেলায় ৪৩ জনের প্রাণ কেড়েছে মশাবাহিত এ রোগ।
Published : 11 Dec 2024, 10:06 PM
চট্টগ্রামে ডেঙ্গুতে এক শিশুর মৃত্যু হয়েছে, গত এক দিনে জেলায় এ রোগে আক্রান্ত আরও ২১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
বুধবার জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো তথ্যে বলা হয়েছে, টুম্পা নামে ১০ বছর বয়েসী যে মেয়েটি মারা গেছে, তার পরিবার থাকে নগরীর বায়েজিদ এলাকায়।
ডিসেম্বরে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চট্টগ্রাম জেলায় দুইজনের মৃত্যু হয়েছে। চলতি বছরে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৩ জনে।
গত এক দিনে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি ২১ জনসহ চলতি বছরে ডেঙ্গুতে চিকিৎসা নেওয়া রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১৭১ জনে।