চট্টগ্রামের সীতাকুণ্ডে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার সীতাকুণ্ড পৌরসভার চৌধুরীপাড়া ও শিবপুরে এ দুর্ঘটনা ঘটে।
মৃত দুই শিশু হল পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের চৌধুরী পাড়ার প্রবাসী কামাল উদ্দিনের দুই বছর বয়সী মেয়ে নাহিমা আক্তার এবং ৯ নম্বর ওয়ার্ডের সাইফুল ইসলামের ছেলে মো. মাশরাফি (৭)।
ঘরের পেছনের একটি ডোবায় পড়ে নাহিমার মৃত্যু হয় বলে ওয়ার্ড কাউন্সিলর শফিউল আলম চৌধুরী মুরাদ জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, পরিবারের সদস্যদের অগোচরে ঘর থেকে বের হয়ে নাহিমা ডোবার কাছে চলে যায়। কোনো এক সময় সে পানিতে পড়ে গেলে তলিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করে তার লাশ উদ্ধার করে।
৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শাহ কামাল চৌধুরী জানান, দুপুরে খেলার সময় বাড়ির কাছের একটি পুকুরে পড়ে তলিয়ে যায় মাশরাফি। পরে স্থানীয়রা খোঁজাখুঁজি করে তাকে মৃত অবস্থায় পায়।