'এমভি এসডিআর ইউভার্স' নামের জাহাজটি ২৬ হাজার ৯৩৫ মেট্রিক টন চাল নিয়ে এসেছে।
Published : 12 Jan 2025, 01:22 AM
ভারত থেকে আমদানি করা চালের দ্বিতীয় চালান নিয়ে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরের জলসীমায় প্রবেশ করেছে।
শনিবার রাতে ২৬ হাজার ৯৩৫ মেট্রিক টন চাল নিয়ে 'এমভি এসডিআর ইউভার্স' নামের জাহাজটি চট্টগ্রাম বন্দরের বর্হিনোঙ্গরে পৌঁছায়।
রোববার জাহাজটি বন্দরের জেটিতে ভিড়বে বলে জানিয়েছেন খাদ্য অধিদপ্তর চট্টগ্রামের চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রক জ্ঞানপ্রিয় বিদূর্শী চাকমা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “ভারত থেকে আমদানির অংশ হিসেবে দ্বিতীয় চালানে এসব চাল এসেছে। জাহাজটি এসেছে ভারতের কাকিনাড়া বন্দর থেকে।”
৫ অগাস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর গঠিত অন্তবর্তী সরকারের আমলে দ্বিতীয়বারের মত ভারত থেকে চালের চালান এল।
এর আগে গত ২৫ ডিসেম্বর ভারতের বন্দর থেকে ২৪ হাজার ৬৯০ টন সিদ্ধ চাল নিয়ে ‘এমভি টানিস ড্রিম’ চট্টগ্রাম বন্দরে আসে।
চালের বাজারের চলমান অস্থিরতা নিয়ন্ত্রণে গত মঙ্গলবার ভারত থেকে আরও ৫০ হাজার টন নন-বাসমতি চাল কেনার প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি।
ভারতের বাগাদিয়া ব্রাদার্স নামের একটি কোম্পানির কাছ থেকে এই চাল কিনতে খরচ পড়বে ২৭৫ কোটি ৩০ লাখ ৪০ হাজার টাকা।