সেখান থেকে আগেও ধান চুরি হয়েছিল, সেজন্য স্থানীয়রা পাহারায় ছিলেন।
Published : 30 May 2024, 11:51 AM
চট্টগ্রামের সাতকানিয়ায় ধান চুরির অভিযোগে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে।
সাতকানিয়া উপজেলার আমিলাইশ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সরোয়ার বাজার এলাকায় বুধবার রাতে এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম মো. মহিউদ্দিন (৩২), তিনি উপজেলার ছদহা ইউনিয়নের বাসিন্দা।
সাতকানিয়া থানার ওসি প্রিটন সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্থানীয় লোকজন ধান কেটে শাহ পারওয়াল মাদ্রাসার নির্মাণাধীন ভবনে রেখেছিলেন। সেখান থেকে আগেও ধান চুরি হয়েছিল। সেজন্য তারা পাহারায় ছিলেন।
“রাত সাড়ে ১০টার দিকে ছোট একটি পিকআপ নিয়ে তিন জন ধান চুরি করতে যায়। পাঁচ বস্তা ধান তারা গাড়িতে তুলে ফেলে। স্থানীয় লোকজন তাদের দেখে ধাওয়া করে একজনকে ধরে ফেলে। অন্য দুইজন পালিয়ে যায়।"
ওসি বলেন, “লোকজনের প্রহারে মহিউদ্দিনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।”
এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।