আগুনে কারখানাটির কার্টন ও ফোমের গুদাম, টিনের ঘর এবং ফোম তৈরির কিছু কাঁচামাল পুড়ে যায়।
Published : 13 Nov 2024, 07:22 PM
চট্টগ্রামে আগুনে পুড়ে গেছে একটি ফোম কারখানা।
বুধবার বিকালে নগরীর উত্তর কাট্টলী খেজুরতলা এলাকায় কারখানাটিতে আগুন লাগার ঘটনা ঘটে।
চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আব্দুর রাজ্জাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকাল সাড়ে চারটার দিকে কারখানাটিতে আগুন লাগার খবর পান তারা।
“ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে সোয়া ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনলেও পুরোপুরি নির্বাপনের কাজ চলছে।”
তিনি বলেন, আগুনে কারখানাটির কার্টন ও ফোমের গুদাম, টিনের ঘর এবং ফোম তৈরির কিছু কাঁচামাল পুড়ে যায়।
আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে বলে জানান ফায়ার সার্ভিস কর্মকর্তা আব্দুর রাজ্জাক।