মারা যাওয়া দুলা মিয়ার (৬০) বাড়ি বাহারছড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চাঁপাছড়ি গ্রামে।
Published : 07 Feb 2024, 11:34 PM
চট্টগ্রামের বাঁশখালীতে জমি নিয়ে বিরোধে নিকট স্বজনদের মধ্যে মা*রামারিতে আহত এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মা*রা গেছেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে শনিবার তার মৃ*ত্যু হয় বলে জানান বাঁশখালী থানার বাহারছড়া তদন্ত কেন্দ্রের পরিদর্শক মজনু মিয়া।
মা*রা যাওয়া দুলা মিয়ার (৬০) বাড়ি বাহারছড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চাঁপাছড়ি গ্রামে।
পুলিশ পরিদর্শক বলেন, চাঁপাছড়ি গ্রামের আবু নঈম চৌধুরীর সঙ্গে তাদের নিকটাত্মীয় হেলালদের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। নঈম ওই জমিতে ধান লাগালে অন্যরা তা তুলে ফেলে। এ নিয়ে গত ৮ সেপ্টেম্বর দুপক্ষের মা*রামারি হলে আহত হন দুলা মিয়া। এরপর থেকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
নিহ*তের স্ত্রী কামরুন নাহার জানান, মা*রামারি থামাতে গেলে তার স্বামীর মাথায় গুরুতর জ*খম হয়। মা*রামারিতে জড়িতরা পরস্পরে চাচাতো-ফুফাতো ভাই।
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ১৬ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)