উদ্ধার হওয়া সোনার বারের ওজন ৭ কেজি ৪২৪ গ্রাম।
Published : 16 Feb 2024, 11:27 PM
চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে উড়োজাহাজ থেকে পরিত্যক্ত অবস্থায় ৬৪টি সোনার বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা।
শুক্রবার রাত ৮টার দিকে ওমান এয়ারের ফ্লাইট থেকে এসব সোনা উদ্ধার করা হয় বলে জানান বিমানবন্দরের ব্যবস্থাপক ক্যাপ্টেন তাসলিম আহমেদ।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের রাজস্ব কর্মকর্তা আল আমিন প্রধান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাস্কাট থেকে আসা ফ্লাইটটিতে অভিযান চালানো হয়।
“ফ্লাইটের ৩৫-এফ সিটের পেছনের দিকে চারটি দণ্ডাকৃতির বস্তুর মধ্যে সোনার বারগুলো বিশেষভাবে লুকানো ছিল। প্রতি দণ্ডে ১৬টি করে মোট ৬৪টি সোনার বার পাওয়া যায়।”
উদ্ধার হওয়া সোনার বারের ওজন ৭ কেজি ৪২৪ গ্রাম, যার আনুমানিক দাম ৬ কোটি টাকা বলে জানিয়েছেন উদ্ধারকারীরা।