চট্টগ্রামের এসপি-ডিসির নম্বর ‘ক্লোন’ করে চাঁদা দাবি

দুই ঘটনায় দুই থানায় জিডি হয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 August 2023, 03:24 PM
Updated : 20 August 2023, 03:24 PM

চট্টগ্রামের পুলিশ সুপার ও জেলা প্রশাসকের সরকারি নম্বর ক্লোন করে টাকা দাবির অভিযোগ উঠেছে।

দুই ঘটনায় নগরীর কোতোয়ালি থানায় জেলা প্রশাসকের তরফে এবং সীতাকুণ্ড থানায় পুলিশ সুপারের তরফে আলাদা দুটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

চট্টগ্রামের পুলিশ সুপার এস এম শফিউল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তার সরকারি নম্বরটি ক্লোন করে সীতাকুণ্ড থানায় ফোন করা হয়েছিল। সেখান বিভিন্ন ধরনের কথা বলে টাকা দাবি করা হয়েছে।

“বিষয়টি বুঝতে পেরেই সবাইকে সতর্ক করা হয়েছে এবং থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।”

পাশাপাশি সাইবার ক্রাইম ইউনিটকেও বিষয়টি জানানো হয়েছে বলে জানান তিনি।

সীতাকুণ্ড থানার ওসি তোফায়েল আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, থানায় ডিউটি অফিসারের নম্বরে ফোন করে কয়জন এএসআই দায়িত্ব পালন করছেন জানতে চায়। সেখান থেকে চার জন বলার পর তাদের নম্বর চান প্রতারক ওই ব্যক্তি।

“এ সময় ডিউটি অফিসারের কাছ থেকে নম্বর নিয়ে এএসআই সোহায়েলকে ফোন করে দুই লাখ টাকা দিতে বলেন।”

ওসি বলেন, “এএসআই সোহেল প্রতারণার বিষয়টি বুঝতে পেরে আমাকে জানায়। পরে ওই নম্বরে ফোন করলে সেখানে কল ঢোকেনি। অপরপ্রান্ত থেকে পুনরায় ফোন করে প্রথমে বিকাশে টাকা দিতে বলে পরে মত পাল্টায়।

“প্রতারণার বিষয়টি পুলিশ বুঝতে পেরেছে জেনে ওই দিক থেকে কল কেটে দেয়।”

এদিকে জেলা প্রশাসকের স্টাফ অফিসার প্লাবন কুমার বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জেলা প্রশাসকের নম্বর ক্লোন করে তাদের কয়েক জন কর্মচারীর কাছ থেকে টাকা দাবি করা হয়। বিষয়টি বুঝতে পেরেই কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।