মেয়াদোত্তীর্ণ এসব থানা ও ওয়ার্ড কমিটি বিলুপ্ত করেছে চট্টগ্রাম মহানগর বিএনপি।
Published : 03 Dec 2024, 08:12 PM
চট্টগ্রাম মহানগরের ১৫ থানা ও ৪৩ ওয়ার্ড বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়েছে।
মঙ্গলবার নগরীর একটি রেস্তোরাঁয় এসব কমিটি বিলুপ্তির ঘোষণা দেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক এরশাদ উল্লাহ।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, “মহানগর বিএনপি ঢেলে সাজাতে গত ৭ জুলাই দুই সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। পরে ৪ নভেম্বর ৫৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি করা হয়। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের ওপর যে আস্থা রেখেছেন, তার আলোকে মেয়াদোত্তীর্ণ ১৫ থানা ও ৪৩ ওয়ার্ডের কমিটি বিলুপ্ত ঘোষণা করছি।”
আন্দোলনে ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের নিয়ে দ্রুত এসব কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন এরশাদ উল্লাহ।
সংবাদ সম্মেলনে বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, মহানগর কমিটির সদস্য সচিব নাজিমুর রহমান উপস্থিত ছিলেন।