দু'মাস পর কোভিড শনাক্ত নেই চট্টগ্রামে

২০২০ সালের মার্চে মহামারীর শুরু থেকে জেলায় মোট ১ লাখ ২৮ হাজার ৬৮৮ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 August 2022, 10:55 AM
Updated : 18 August 2022, 10:55 AM

দুই মাসের বেশি সময় পর চট্টগ্রাম জেলায় দৈনিক শনাক্ত কোভিড রোগীর সংখ্যা শূন্যের কোঠায় নেমে এসেছে।

বৃহস্পতিবার জেলা সিভিল সার্জন কার্যালয় জানিয়েছে, গত ২৪ ঘন্টায় ১২৯ জনের নমুনা পরীক্ষা করে কারও শরীরেই করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েনি।

এর আগে ২৯মে পর্যন্ত আগের দুই মাস জেলায় কোভিড রোগী শনাক্ত হয়নি। ৩০ মে দুইজনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। এরপর থেকে ৩ জুন পর্যন্ত প্রতিদিনই কোভিড-১৯ রোগী শনাক্ত হয়।

মাঝে আবারও ৪ থেকে ১১ জুন পর্যন্ত রোগী শনাক্ত হয়নি। কিন্তু এরপর থেকে শনাক্তের হার ফের বাড়তে থাকে। জুলাই মাসের মাঝামাঝি জেলায় শনাক্তের হার ২০ শতাংশ ছাড়িয়ে যায়।

ওই মাসে কোভিড-১৯ আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যুও হয়। মধ্য জুলাই থেকে শনাক্তের হার আবারও কমতে থাকে।

২০২০ সালের মার্চে মহামারীর শুরু থেকে জেলায় এখন পর্যন্ত মোট ১ লাখ ২৮ হাজার ৬৮৮ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরীর বাসিন্দা ৯৩ হাজার ৮০৪ জন।

শনাক্তদের মধ্যে মৃত্যু হয়েছে ১ হাজার ৩৬৭ জনের। তাদের মধ্যে নগরীর বাসিন্দা ৭৩৭ জন এবং বিভিন্ন উপজেলার বাসিন্দা ৬৩০ জন।

আরও খবর

Also Read: কোভিড: চট্টগ্রামে দৈনিক শনাক্ত ১৫% ছাড়াল

Also Read: চট্টগ্রামে শূন্য থেকে ফের বাড়ছে কোভিড শনাক্ত রোগী