“তার পরিচয় শনাক্তের চেষ্টা আমরা করছি,” বলেন এসআই কামাল।
Published : 09 Jan 2025, 12:20 PM
চট্টগ্রামের কর্ণফুলী নদীতে ভাসমান এক যুবকের লাশ উদ্ধারের একদিন পরও পরিচয় জানতে পারেনি পুলিশ।
নগরীর বাকলিয়া কল্পলোক আবাসিক এলাকার কর্ণফুলী নদীর ঘাট থেকে বুধবার লাশটি উদ্ধার করা হয়।
সদরঘাট নৌথানার এসআই কামাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আনুমানিক ৩৫ বছর বয়েসী যুবকটির লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
এসআই কামাল বলেন, “গ্যাবাডিং প্যান্ট, শার্ট ও সোয়েটার পরা অবস্থায় যুবকটির লাশ উদ্ধার করা হয়। তার পরিচয় শনাক্তের চেষ্টা আমরা করছি।”