“যে মূল্য ধরা হয়েছিল, তার কাছাকাছি কেউ বলেননি। সে কারণে এসব গাড়ি পুনরায় নিলামে তোলা হবে”, বলেন কাস্টমস কর্মকর্তা সাকিব হোসেন।
Published : 17 Feb 2025, 10:19 PM
বিগত আওয়ামী লীগ সরকারের সময় সংসদ সদস্যদের নামে শুল্কমুক্ত সুবিধায় আনা বিলাসবহুল ল্যান্ড ক্রুজার গাড়ি নিলামে তুলে ‘কাঙ্ক্ষিত’ দর পায়নি চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ।
প্রথম দফায় নিলামে তোলা ২৪টি গাড়ির মধ্যে দর পায় ১৪টি; বাকি ১০টির নিলামে কেউ আগ্রহ দেখাননি।
চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ বলছে, তারা এসব গাড়ি আবার নিলামে তুলবে।
শুল্কমুক্ত সুবিধায় আনা বিলাসবহুল ল্যান্ড ক্রুজারগুলো নিলামে বিক্রির জন্য সংরক্ষিত মূল্য (শুল্ককরসহ) ধরা হয়েছিল ৯ কোটি ৬৭ লাখ টাকা।
এর বিপরীতে ন্যূনতম ৬০ শতাংশ অথবা তার চেয়ে বেশি দরদাতাদের মধ্যে বিক্রির নিয়ম ছিল। সেই হিসাবে ৫ কোটি ৮০ লাখ টাকা পর্যন্ত দর পড়লে বিক্রির বিবেচনায় থাকতো।
চট্টগ্রাম কাস্টমসের সহকারী কমিশনার (নিলাম) সাকিব হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২৪টির মধ্যে ১৪টি গাড়ির দাম করেছেন নিলামকারীরা। বাকি ১০টির জন্য কেউ অংশগ্রহণ করেননি।
তিনি বলেন, শুল্ককরসহ সংরক্ষিত যে মূল্য ধরা হয়েছিল, তার কাছাকাছি কেউ দর দেননি। সে কারণে এসব গাড়ি পুনরায় নিলামে তোলা হবে।
কাস্টমস কর্মকর্তারা জানান, এবারের নিলামে সাবেক সংসদ সদস্যদের শুল্কমুক্ত সুবিধায় আনা ২৪টি ছাড়াও আরও ২০টি বিভিন্ন মডেলের গাড়ি নিলামে উঠেছিল। তার মধ্যে ১৫টি গাড়ির কাঙ্খিত মূল্য পাওয়া গেছে। এসব গাড়ি যাচাই-বাছাই শেষে সর্বোচ্চ দরদাতার কাছে বিক্রি করা হবে।
কাস্টমস কর্মকর্তা সাকিব হোসেন বলেন, নিলামে তোলা মোট ৪৪টি গাড়ি কেনার জন্য ১৩৩ জন অংশগ্রহণ করেন।
গত ২৮ জানুয়ারি চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ সাবেক সংসদ সদস্যদের আনা ২৪টিসহ ৪৪টি গাড়ি নিলামে তোলে।
২০২৪ সালের জানুয়ারিতে দ্বাদশ সংসদ নির্বাচনের পর আওয়ামী লীগের সংসদ সদস্যরা শুল্কমুক্ত সুবিধায় এসব গাড়ি আমদানি করেছিলেন। জাপান থেকে আনা এসব গাড়ি চট্টগ্রাম বন্দর থেকে ছাড় করানোর আগেই গত ৫ অগাস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতন হয়।
কাস্টমস কর্মকর্তারা বলছেন, শুল্কমুক্ত সুবিধায় ৩১টি গাড়ি এসেছে। কিন্তু আমদানিকারকদের ঠিকানা জটিলতায় সাতটি গাড়ি এবার নিলামে তোলা যায়নি।
কাস্টমসের দেওয়া তথ্য অনুযায়ী, প্রতিটি নতুন ল্যান্ড ক্রুজার গাড়ি সাবেক সংসদ সদস্যরা ৯৫ লাখ থেকে ১ কোটি টাকা পরিশোধ করে বিদেশ থেকে আমদানি করেছেন।